ডানদিকে ওড়িশা এফসির স্প্যানিশ কোচ জোসেফ গোম্বাউ
প্রতিবেদন : নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের জন্য বাজেট বাড়াতে রাজি ইস্টবেঙ্গলের (East Bengal) বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপ। বৃহস্পতিবার বাইপাসের অফিসের বোর্ড মিটিংয়ে লাল-হলুদ কর্তাদের এই আশ্বাস দিয়েছে বিনিয়োগকারী সংস্থা। ক্লাব কর্তারাও পাল্টা জানিয়েছেন, ফল ভাল না হলে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির সুনামও ক্ষুণ্ণ হচ্ছে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে এফএসডিএল-কে চিঠি দিয়ে আইএসএলে (ISL) প্লেয়ার্স ড্রাফট চালু করার দাবি তোলা হবে। যাতে নিজেদের পছন্দের ফুটবলার সহজে নেওয়া যায়। শনিবার ফের ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠকে বসবে দু’পক্ষ।
পাশাপাশি সুপার কাপের পরেই বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের নতুন কোচ হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে ওড়িশা এফসির স্প্যানিশ কোচ জোসেফ গোম্বাউ। ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে আগেই চুক্তি সেরে ফেলা হয়েছিল। বাজেটের একটা বড় অংশ ব্যয় করা হবে বাকি পাঁচ বিদেশি রিক্রুটের জন্য।
আরও পড়ুন: পিকের নামাঙ্কিত জিমন্যাসিয়ামের উদ্বোধনে চমক অমল দত্তকে নিয়েও
প্রায় আড়াই ঘণ্টার বৈঠকের পর ইস্টবেঙ্গলের (East Bengal) অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘শক্তিশালী দল গঠনের বিষয়ে আমরা আশাবাদী। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। আমরা বিনিয়োগকারী সংস্থাকে জানিয়েছি, যাতে আগামী মরশুমে আমাদের ফল ভাল হয়।’’ বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে আদিত্য আগরওয়াল জানিয়েছেন, ‘‘গত মরশুমে হাতে খুব বেশি সময় ছিল না বলে ভাল দল গড়া সম্ভব হয়নি। এবছর শক্তিশালী দল গড়া হবে।’’ এদিন বৈঠক শুরুর আগে ইমামির অফিসের সামনে বিক্ষোভ জানান একদল লাল-হলুদ সমর্থক। দাবি শক্তিশালী দল গঠনের। যাতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকে।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…