উচ্ছ্বাসে সাফ জয়ের উৎসব ইস্টবেঙ্গলে

Must read

প্রতিবেদন : সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ (SAFF_East Bengal) জিতে রবিবার রাতেই কাঠমাণ্ডু থেকে কলকাতায় ফিরেছিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। বিমানবন্দরেই ফাজিলা ইকুয়াপুটদের স্বাগত জানিয়েছিলেন কয়েকশো লাল-হলুদ সমর্থক। সোমবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে পালন হল সাফ জয়ের উৎসব।
ট্রফি নিয়ে এদিন ক্লাবে আসেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এদিকে, মহিলা জাতীয় লিগ (আইডব্লুএল) শুরু হয়ে গিয়েছে। বুধবার ইস্টবেঙ্গল লিগ অভিযান শুরু করবে সেতুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তাই ফাজিলা-সহ দলের ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে অ্যান্থনি, সহকারী কোচ প্রতিমা বিশ্বাস-সহ মহিলা দলের সব সাপোর্ট স্টাফ এদিন ক্লাবে উপস্থিত ছিলেন। ক্লাবের পতাকা উত্তোলন করে সাফ জয়ের উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সাধারণ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সব সদস্য এবং বেশ কিছু সমর্থক।

আরও পড়ুন-জোরকদমে সাগরমেলার প্রস্তুতি একাধিক রাস্তার মেরামতি শুরু

গতবার দায়িত্ব নিয়েই লাল-হলুদকে (SAFF_East Bengal) আইডব্লুএল চ্যাম্পিয়ন করেছিলেন অ্যান্ড্রুজ। জিতেছিলেন কন্যাশ্রী কাপ। তাঁর কোচিংয়ে মেয়েদের সাফ ফুটবলেও সেরা হয়েছে ইস্টবেঙ্গল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠে ইরানের ক্লাবকে হারিয়েছে। সাফ জেতার পর ফাজিলাদের কোচের পাখির চোখ এবার টানা দ্বিতীয়বার আইডব্লুএল চ্যাম্পিয়ন হওয়া। এদিনের অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারও কোচের কাছে ক্লাবকে ফের আইডব্লুএল জয়ের আর্জি জানান। অ্যান্ড্রুজও বলছেন, বিশ্রাম নেওয়ার সময় নেই। আমাদের পুরো ফোকাস এবার আইডব্লুএলে।

Latest article