প্রতিবেদন : লোকসভা নির্বাচনে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বিপুল জয় পেয়েছে তৃণমূল। জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাল ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে দেবব্রত সরকার, রূপক সাহা মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইস্টবেঙ্গল তথা ময়দানের ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাও জানান। মুখ্যমন্ত্রীর গলায় লাল-হলুদ উত্তরীয় পরিয়ে দিয়ে পুষ্পস্তবক তুলে দেন দেবব্রত সরকার। মিষ্টির হাঁড়ি ও সন্দেশের প্যাকেটও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তাঁরা। উপহার পেয়ে খুশি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁদের বলেন, সন্দেশের প্যাকেটটি যেন সুনীল ছেত্রীর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধে সুনীলের হাতে সেই প্যাকেট তুলে দেন দেবব্রত সরকার। লাল-হলুদ কর্তারা মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দেন। চিঠিতে তাঁর লড়াকু ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তাঁরা। জবাবে মুখ্যমন্ত্রী জানতে চান, ক্লাবের ফল কেন খারাপ হচ্ছে। ক্লাব কর্তারা বলেন কিছুটা আর্থিক সমস্যায় ভুগছে ক্লাব। তার জেরেই নানা সমস্যা হচ্ছে। শুনেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, মাস তিনেক পর আমি আপনাদের সঙ্গে এই নিয়ে কথা বলব। ইস্টবেঙ্গল ক্লাবে একটি ভিআইপি লাউঞ্জও তৈরি হচ্ছে। খুব শীঘ্রই তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধও জানান লাল-হলুদ কর্তারা।
আরও পড়ুন- ঘরে-বাইরে টানাপোড়েন, স্থায়িত্ব নিয়ে শুরুতেই প্রশ্ন