প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে ইস্টবেঙ্গলে অশান্তির আবহ ছিল। কোচ অস্কার ব্রুজোর সঙ্গে বারবার ঝামেলায় জড়াচ্ছিলেন অধিনায়ক ক্লেটন সিলভা। পয়লা বৈশাখে নববর্ষের দিনও নতুন করে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিলীয় ফুটবলার। ঝামেলা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়াল। শৃঙ্খলাভঙ্গের দায়ে এরপর আর সতর্ক করার রাস্তায় হাঁটা সম্ভব ছিল না ক্লাবের পক্ষে। কোচের অনুমতি নিয়ে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ক্লেটনের সঙ্গে সম্পর্কই ছিন্ন করল ইস্টবেঙ্গল। বুধবার সকালে অনুশীলনে আসেন ক্লেটন। সেখানেই বিচ্ছেদে সিলমোহর পড়ে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা ক্লাবের।
ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ক্লেটন এবং ইস্টবেঙ্গলের পথ আজ থেকে আলাদা। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দু’পক্ষই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিন চারেক পর ২০ এপ্রিল সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। তার আগে গতবারের চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে কমে গেল এক বিদেশি। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘‘ক্লেটনকে আমরা বলেছিলাম শৃঙ্খলা বজায় রাখতে। সেটা ও শোনেনি। চোট-আঘাতের কারণেও এই মরশুমে ক্লেটন অনেক ম্যাচ খেলতে পারেনি। পুরো ফিটও ছিল না। তাই ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে।’’
আরও পড়ুন-যোগীরাজ্যে ৫ বছরের শিশুকে ধূমপানে বাধ্য করলেন চিকিৎসক
গত কয়েকদিন ধরেই কোচের সঙ্গে ব্রাজিলীয় তারকা স্ট্রাইকারের ঝামেলা চললেও ক্লাব কর্তৃপক্ষ ক্লেটনের সঙ্গে এখনই বিচ্ছেদ চায়নি। জানা গিয়েছে, ব্রাজিলীয় তারকাই আর থাকতে চাননি ইস্টবেঙ্গলে।