প্রতিবেদন : প্রথম ম্যাচে সাত গোলে জেতার পর হঠাৎই ছন্দহীন ইস্টবেঙ্গল। আগের ম্যাচে সুরুচি সংঘের সঙ্গে ড্র করে শনিবার বিশ্বজিৎ ভট্টাচার্যের ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মশালবাহিনী। কিন্তু এদিনও চেনা ছন্দে দেখা যায়নি ইস্টবেঙ্গলের যুব দলকে। এদিনও লিগের ম্যাচে আটকে গেল তারা। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচটি ২-২ ড্র হয়। প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়েও ড্র করল ইস্টবেঙ্গল। জিততে পারত কাস্টমসও। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
আরও পড়ুন-জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলা নিয়ে প্রস্তুতি সারা
প্রথমার্ধে ২২ মিনিটের মধ্যে দু’টি গোল হজম করে ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করে কাস্টমসকে এগিয়ে দেন শিলক তিওয়ারি। ইস্টবেঙ্গল ডিফেন্ডার চাকু মান্ডি বক্সের মধ্যে ফেলে দেন কাস্টমসের সুময় সোমকে। পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি শিলক। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। কাস্টমসের দ্বিতীয় গোলটি করেন সৌরভ সেন। প্রথমার্ধে দু’গোল খেলেও একাধিক গোলের সুযোগও পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। সুযোগ কাজে লাগাতে পারেনি কাস্টমসও।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ দলে বেশ কয়েকটি পরিবর্তন করেন। তবু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬০ মিনিট পর্যন্ত। জেসিন টিকে-র কর্নার থেকে গোল করেন পরিবর্ত অনন্থু। মিনিট দশেক পর ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। গোল করেন প্রভাত লাকরা। এরপর ম্যাচের রাশ ছিল লাল-হলুদের হাতে। একের পর এক আক্রমণ তুলে আনে বিনোর ছেলেরা। শেষ দিকে লাল-হলুদ ঝড়ের সামনে হতোদ্যম হয়ে পড়েন কাস্টমসের ফুটবলাররা। তবু জয়সূচক গোলটি পায়নি ইস্টবেঙ্গল। পয়েন্ট নষ্ট করে ইস্টবেঙ্গল কোচ ক্ষমা চেয়ে নিলেন সমর্থকদের কাছে।