লজ্জার হারে লিগ শেষ ইস্টবেঙ্গলের

শুরুটা হয়েছিল হার দিয়ে। শেষটাও হল একইভাবে। নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-৪ গোলে হেরে আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল।

Must read

প্রতিবেদন : শুরুটা হয়েছিল হার দিয়ে। শেষটাও হল একইভাবে। নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-৪ গোলে হেরে আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল। এদিনের হারের পর, লিগ টেবিলের ৯ নম্বরে নেমে গেল লাল-হলুদ। তবে পাঞ্জাব এফসি নিজেদের শেষ ম্যাচ জিতলেই, ১০ নম্বরে নেমে যাবে কলকাতার প্রধান।
অস্কার ব্রুজো প্রথম দল নিয়ে তুর্কমেনিস্তানে এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়েছেন। তাই এদিন মূলত রিজার্ভ দলের ফুটবলারদের মাঠে নামিয়েছিল ইস্টবেঙ্গল। একমাত্র বিদেশি ক্লেটন সিলভা। যিনি অনেক আগেই বাতিলের খাতায়। তবুও প্রথমার্ধে নর্থইস্টের সঙ্গে তূল্যমূল্য লড়াই করেছে লাল-হলুদ।

আরও পড়ুন-এপিক কেলেঙ্কারি : মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছে তৃণমূল

গোটা দুয়েক গোলের সুযোগও তৈরি হয়েছিল। একবার হীরা মণ্ডলের দুরন্ত পাস থেকে বল পেয়ে বিষ্ণুর নেওয়া শট বাঁচিয়ে দেন নর্থইস্টের গোলকিপার। আরও একবার ক্লেটনের থ্রু বক্সের মধ্যে পেয়ে গিয়েছিলেন ডেভিড। কিন্তু বলে পা ছোঁয়ানোর আগেই বিপক্ষ গোলকিপার তা ধরে ফেলেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য ছবিটা বদলে গেল। ৫৯ মিনিটে নেস্টরের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। ৬৬ মিনিটে আলাদিন আজেরাইয়ের গোলে ২-০। যদিও আলাদিন বল ধরার আগে নর্থইস্টের আরেক ফুটবলার নিকসনের হাতে বল লেগেছিল। কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদের হ্যান্ডবলের আবেদনে কর্ণপাত করেননি রেফারি। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ করেন আলাদিন। তবে এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন লাল-হলুদের তন্ময় দাস। দু’মিনিট পরেই মহম্মদ আলি মেমামারের গোলে ৪-০।

Latest article