প্রতিবেদন : ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন আসিরের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল (East Bengal)। কার্লেস কুয়াদ্রাতের দলের সামনে এখন এএফসি চ্যালেঞ্জ লিগের নতুন লড়াই। ২৬ অক্টোবর থেকে ভুটানের মাঠে এএফসি-তে নতুন পরীক্ষায় নামবেন ক্লেটন সিলভারা।
বুধবার কুয়ালালামপুরে ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র। গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এফসি। গ্রুপ পর্বের ম্যাচগুলো ভুটানে খেলতে হবে ইস্টবেঙ্গলকে (East Bengal)। প্রথম ম্যাচ ২৬ অক্টোবর। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
এদিকে, বুধবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে ম্যাচের দু’টি ঘটনার ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। ইস্টবেঙ্গলের দাবি, একটি বক্সের মধ্যে হ্যান্ডবল এবং অন্যটির ক্ষেত্রে নিশ্চিত ফাউল দেওয়া হয়নি। দু’টি ক্ষেত্রেই ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় দল।