প্রতিবেদন : প্রবাদপ্রতিম কোচ সুভাষ ভৌমিকের (Subhas Bhowmick) প্রয়াণে শোকাচ্ছন্ন ইস্টবেঙ্গল। মোহনবাগানের হয়ে সব থেকে বেশি গোল করেছেন। কিন্তু লাল-হলুদ কোচ হিসেবে সব থেকে বেশি সাফল্য তাঁর। ক্লাবকে পরপর দু’টি জাতীয় লিগ দেওয়ার পাশাপাশি আশিয়ান কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতিয়েছেন। শনিবার সকালে সুভাষের প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে প্রয়াত কোচের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে যান ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। পরে তিনি জানান, সুভাষের কীর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা করছে ক্লাব।
আরও পড়ুন – আলবিদা সুভাষ
তিনি বলেন, ‘‘কোভিডবিধি মেনে আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণে প্রয়াত কোচ সুভাষ ভৌমিকের (Subhas Bhowmick) স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড় এবং ওঁর সতীর্থরা উপস্থিত থাকবেন। ক্লাব সুভাষদার বিভিন্ন সাফল্য একটি সংগ্রহশালায় ধরে রাখবে। আশিয়ান কাপ হাতে নিয়ে সুভাষদার একটি মূর্তিও থাকবে সেখানে।” শোকাহত দেবব্রত বলেন, ‘‘ইস্টবেঙ্গল ক্লাবকে যে সাফল্য দিয়ে গিয়েছেন সুভাষদা, সেই কীর্তির মধ্যেই উনি বেঁচে থাকবেন।”
স্মরণসভা আয়োজন করবে মোহনবাগানও। ক্লাবকর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্মরণসভা আয়োজন করা হতে পারে। শোক প্রকাশ করে দেবাশিস বলেন, ‘‘বিরাট মাপের মানুষ ছিলেন সুভাষদা। এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি। তবে যেখানেই যান, ওঁর নিজস্বতায় সুভাষ ভৌমিকই থাকবেন।”
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…