প্রতিবেদন : সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ক্লেটন সিলভাদের পারফরম্যান্সে ভাঁটার টান। আইএসএলের প্রথম ছয়ে থেকে প্লে-অফে ওঠার পথটা ক্রমশ কঠিন হচ্ছে ইস্টবেঙ্গলের (East Bengal)। বুধবার অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়া। প্লে-অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তুলতেই হবে।
টানা ম্যাচ খেলার ক্লান্তির জন্য ফুটবলারদের রবিবার পর্যন্ত বিশ্রাম দিয়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লেস কুয়াদ্রাত। সোমবার সকালে প্র্যাকটিস করবেন ক্লেটনরা। এরপর বেলা ১১টায় সাংবাদিক সম্মলনে করে দুপুরের বিমানেই গোয়া উড়ে যাবেন কুয়াদ্রাতরা।
আরও পড়ুন- হাতের পুতুল নই, চিনকে স্পষ্ট জবাব দিল তাইওয়ান
লাল-হলুদ শিবিরের জন্য ভাল খবর, কার্ড সমস্যা কাটিয়ে গোয়া ম্যাচে ফিরছেন রক্ষণের সেরা ভরসা হিজাজি মাহের। একই সমস্যায় ওড়িশা ম্যাচে ডাগআউটে ছিলেন না কুয়াদ্রাতও। তিনিও ফিরছেন রিজার্ভ বেঞ্চে। কিন্তু সমস্যা হল, নতুন দুই বিদেশি ভিক্টর ভাসকুয়েজ ও ফেলেসিও ব্রাউন এখনও পর্যন্ত দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। স্প্যানিশ মিডফিল্ডার ভাসকুয়েজ তাও শেষ দুটো ম্যাচে খুব খারাপ খেলেননি। কিন্তু ব্রাউন পুরোপুরি হতাশ করেছেন। আরও একটা নেতিবাচক দিক, কুয়াদ্রাতের অনত্যম সেরা অস্ত্র নাওরেম মহেশ নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই। যা প্রভাব ফেলছে দলের পারফরম্যান্সে।
কুয়াদ্রাত অবশ্য হাল ছাড়ছেন না। ইস্টবেঙ্গল কোচ যেভাবেই হোক গোয়া ম্যাচটা জিততে চাইছেন। কিন্তু জিততে গেলে তো গোল করতে হবে। ব্রাউন গোল পাচ্ছেন না। একই অবস্থা ক্লেটনেরও। কুয়াদ্রাতের দুই বিদেশি স্ট্রাইকারের কাছেই গোয়া ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। কারণ লাল-হলুদের কাছে এখন প্রতিটি ম্যাচই নকআউট।