একা সুনীলকে নিয়ে ভাবছে না ইস্টবেঙ্গল

আইএসএলে প্রথম ছয়ে থেকে প্লে-অফ খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে রবিবার যুবভারতীতে ঘরের মাঠে নতুন লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল।

Must read

প্রতিবেদন : আইএসএলে প্রথম ছয়ে থেকে প্লে-অফ খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে রবিবার যুবভারতীতে ঘরের মাঠে নতুন লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল। সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। যারা ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। বেঙ্গালুরু ম্যাচকে ফাইনাল ধরেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। বাকি দুই ম্যাচ অস্কার ব্রুজোর দলকে শুধু জিতলেই হবে না। অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুন-জরিমানা রিয়ালের

ইস্টবেঙ্গল কোচ অস্কার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বললেন, ‘‘ফুটবল টিম গেম। এগারোজন খেলে। একা সুনীল ছেত্রী নয়, আমরা বেঙ্গালুরু দলের বিরুদ্ধে খেলব। ওরা আইএসএলের অন্যতম সেরা দল। আমরা জয়ের ছন্দ ধরে রাখতে চাই।’’ পাশে বসা নাওরেম মহেশ বললেন, ‘‘বেঙ্গালুরু ম্যাচ আমাদের কাছে ফাইনাল। নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত।’’
অস্কার আরও জানিয়েছেন, চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে হারের পর প্লে-অফের আশা ছেড়েই দিয়েছিলেন। ইস্টবেঙ্গল কোচের কথায়, ‘‘অঙ্কের হিসেবে এখনও সম্ভাবনা রয়েছে ঠিকই। তবে চেন্নাইয়িনের কাছে হারের পর আমি কোনও আশা রাখিনি। তবে শেষ তিনটি ম্যাচ জেতায় সামনে একটা সুযোগ এসেছে। তবে আমাদের হাতে সব কিছু নেই। বেঙ্গালুরু ও নর্থইস্ট ম্যাচে ভাল ফল করে সম্মানজনক জায়গায় শেষ করতে চাই।’’
বেঙ্গালুরু ম্যাচ খেলার ৭২ ঘণ্টার মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হবে দিয়ামানতাকোসদের। তাই ফুটবলারদের বিশ্রাম দিয়ে, ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করতে চাইছেন অস্কার। আশার কথা, পি ভি বিষ্ণু ফিট। রবিবার তিনি খেলবেন। তবে নন্দকুমার নেই।

Latest article