প্রতিবেদন : চার বছর পর ময়দানে নিজেদের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দুপুর তিনটেয় লাল-হলুদের প্রতিপক্ষ ইস্টার্ন রেল। লিগে শুরুটা ভাল করেনি লাল-হলুদ। চার ম্যাচে দু’টি জয় ও দু’টি ড্রয়ে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৮। শেষ ম্যাচে বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে নিশ্চিত জয় হাতছাড়া করে পয়েন্ট নষ্ট করেছে বিনো জর্জের দল। বৃহস্পতিবার ঘরের মাঠে একই ভুলের পুনরাবৃত্তি চায় না লাল-হলুদ শিবির।
আরও পড়ুন-মৃত্যু নিয়ে পদ্মের নোংরা রাজনীতি, পথে নামল তৃণমূল
অন্য দুই প্রধান যখন নিজেদের মাঠে আগেই নেমে পড়েছে, তখন মাঠ তৈরির কাজ দেরিতে শেষ হওয়ায় এবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলতে নামছে পরে। ফুটবলাররা সমর্থকদের সামনে লিগের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। সিনিয়র দলের সৌভিক চক্রবর্তী, সার্থক গলুই, মহম্মদ রাকিপ, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণনদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন কলকাতা লিগের ম্যাচে।
আরও পড়ুন-স্বাস্থ্য ভবনের বৈঠকে সিদ্ধান্ত
ইস্টবেঙ্গল লিগে চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। তবে লাল-হলুদ কোচ বিনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। বরং নিজেদের খেলার উন্নতির দিকে নজর দিচ্ছেন। ম্যাচের আগে বিনো বলেছেন, ‘‘আমরা সবাই উত্তেজিত যে, লিগের ম্যাচ চার বছর পর ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছি। আগের ম্যাচে কিছু ভুলভ্রান্তি হয়েছে। নিজেদের মাঠে সমর্থকদের সামনে ভাল খেলার আশা রাখছি।’’
এদিকে, গত মরশুমের দল থেকে গোলকিপার পবন কুমার এবং মিডফিল্ডার আঙ্গাউসানাকেও রিলিজ করে দিল ইস্টবেঙ্গল। নতুন ফুটবলারদের নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন সিনিয়র দলের স্প্যানিশ কোচ কুয়াদ্রাত।