আজ সামনে কেরালা ব্লাস্টার্স, প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : অষ্টম আইএসএলে তিন ম্যাচে হার, দুই ম্যাচে ড্র। মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল। এই অবস্থায় সমর্থকদের মুখে হাসি ফোটাতে প্রথম জয়ের খোঁজে রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছেন ড্যানিয়েল চিমারা। লাল-হলুদের জন্য এই ম্যাচও কঠিন হতে যাচ্ছে কারণ, প্রথম তিন ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে শেষ ম্যাচে ছন্দে থাকা ওড়িশাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কেরালা।

নতুন লড়াইয়ের ২৪ ঘণ্টা আগে ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ বলেছেন, ‘‘কেরালা ব্লাস্টার্স শক্ত প্রতিপক্ষ। পরিশ্রমী ফুটবলার আছে ওদের দলে। ওদের হারানো সহজ হবে না। কঠিন ম্যাচ হবে।’’

আরও পড়ুন : ভ্রমণ পিপাসু অবলা বসুর দাম্পত্যজীবন

স্প্যানিশ কোচ মনে করছেন, তাঁর দল ভাল খেলেও গোলের সুযোগ নষ্ট করায় ম্যাচ জিততে পারছে না। দিয়াজের কথায়, ‘‘আমরা বেশির ভাগ সময় ভাল খেলেছি। ভাল খেলেও জিততে না পারলে ড্রেসিংরুমে হতাশা বাড়ে। তবে ইতিবাচক দিকগুলো নিয়েই শেষ পর্যন্ত ম্যাচ জেতার চেষ্টা করে যাব। তার জন্য আমাদের খেলার মান বাড়াতে হবে। এবং গোলের সুযোগ কাজে লাগাতে হবে।’’
দলে নতুন করে চোট সমস্যা না বাড়লেও অধিনায়ক তথা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ফিটনেস নিয়ে এখনও সমস্যা রয়েছে। তাই এই ম্যাচেও তাঁকে পাচ্ছে না দল। জ্যাকিচাঁদ ও ড্যারেন সিডওয়েলকেও আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। তবে চোটমুক্ত মহম্মদ রফিক খেলতে পারেন।

Latest article