প্রতিবেদন : মাঠে নামার অনেক আগেই চলতি ট্রান্সফার উইন্ডোয় ফুটবলার সইয়ের উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল ইস্টবেঙ্গলের। স্বস্তি নিয়ে ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে নামলেও হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল স্টিফেন কনস্ট্যান্টাইনের দলকে। ইস্টবেঙ্গল কোচের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। গোয়ার মাঠে গিয়ে ৪-২ গোলে হার লাল-হলুদের। হ্যাটট্রিক করে গোয়ার জয়ের নায়ক স্প্যানিশ অ্যাটাকিং মিডিও ইকের গুয়ারোক্সেনা। দ্বিতীয়ার্ধে দু’গোল শোধ করে ম্যাচে ফিরলেও সুযোগ নষ্টের খেসারত দিয়ে হার এড়াতে ব্যর্থ ইস্টবেঙ্গল। এদিনের হারে ১৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই লাল-হলুদ। গোয়া ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে উঠে এল।
আরও পড়ুন-ফের হার মার্কাসদের, গোল বাতিলে চিঠি
শুরু থেকে গোয়ার আক্রমণাত্মক ফুটবলের কোনও জবাব ছিল না ইস্টবেঙ্গলের কাছে। ম্যাচের ২৩ মিনিটের মধ্যে তিন গোল হজম করে ফেলে স্টিফেনের দল। সেই ছন্নছাড়া রক্ষণের ভুলেই গোলগুলি হয়। লালচুংনুঙ্গা, জেরিরা মারাত্মক ভুলগুলি করেন। ১১, ২১ ও ২৩ মিনিটে পরপর তিন গোল করেন গোয়ার স্প্যানিশ মিডিও ইকের। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল-হলুদ আক্রমণে ঝাঁঝ বাড়লেও ৫৩ মিনিটে গোয়া চতুর্থ গোলটি করে ফেলে। গোল করেন ব্রেন্ডন ফার্নান্ডেজ।
আরও পড়ুন-চোট এবার অনুষ্টুপেরও, ফলো অনের লজ্জা নিয়েও লড়াই বাংলার
চার গোলে পিছিয়ে থেকে গোলের জন্য মরিয়া হয়ে দু’গোল শোধ করে ইস্টবেঙ্গল। ৫৯ মিনিটে ভিপি সুহের গোল করেন। ৬৬ মিনিটে গোলদাতা পরিবর্ত সার্থক। দু’টি গোলেরই পাস ছিল নাওরেম মহেশের। শেষ ১৫ মিনিট আধিপত্য নিয়ে খেলেও গোলের সুযোগ নষ্ট করে ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ লাল-হলুদ। নাওরেম ও ক্লেটন সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।
এদিকে, ওমিদ সিংয়ের বকেয়া মিটিয়ে দেওয়ায় বুধবার গভীর রাতে ইস্টবেঙ্গলের উপর থেকে ফিফার ট্রান্সফার ব্যান উঠে যায়। ফলে নতুন ফুটবলার সই করাতে কোনও বাধা রইল না। পরের ম্যাচে খেলতে পারবেন দলের সঙ্গে থাকা ব্রিটিশ উইঙ্গার জাক জার্ভিস।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…