প্রতিবেদন : এএফসি চ্যালেঞ্জ লিগে নক আউটে যাওয়ার আত্মবিশ্বাস নিয়ে আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল। লিগে শুরুতেই হাফডজন হারে বেসামাল লাল-হলুদ ভুটানে গিয়ে অক্সিজেন নিয়ে ফিরেছে। নতুন কোচ অস্কার ব্রুজোর ছোঁয়ায় বদলে যাওয়া ইস্টবেঙ্গল শনিবার যুবভারতীতে মহামেডানের বিরুদ্ধে ডার্বিতে নামছে আইএসএলে পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে। আগের থেকে ফুটবলারদের ফিটনেসের উন্নতি হয়েছে। তবে রক্ষণ নিয়ে চিন্তা কমেনি। হেক্টর ইয়ুস্তে চোটের চিকিৎসা করাতে স্পেনে যাওয়ায় মহামেডান ম্যাচে রক্ষণ নিয়ে নানা পরিকল্পনা করতে হচ্ছে অস্কারকে।
আরও পড়ুন-কেন্দ্রের আপত্তি অগ্রাহ্য, সলিসিটর জেনারেলকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
হিজাজি মাহেরের উপর আস্থা হারাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। তাঁকে হয়তো শনিবার প্রথম একাদশে রাখবেন না অস্কার। রক্ষণে আনোয়ার আলির পাশে হয়তো জিকসন সিংকে খেলাবেন। সেক্ষেত্র তিন বিদেশি নিয়ে শুরু করতে পারেন। ডার্বির আগের দিন অনুশীলনেও জিকসনকে স্টপারে খেলালেন অস্কার। আক্রমণের বিরুদ্ধে রক্ষণের পরীক্ষাও নিলেন স্প্যানিশ কোচ। আক্রমণে সাউল ক্রেসপো, মাধি তালালের সঙ্গে আপফ্রন্টে দিমিত্রিয়স দিয়ামানতাকোস। দিমি গোলে ফেরায় স্বস্তিতে লাল-হলুদ শিবির। ম্যাচের আগের দিন অনুশীলনেও দেখা গিয়েছে উইং থেকে আক্রমণ তুলে গোল করার মহড়া। নন্দকুমার এদিন অনুশীলনে একটু অস্বস্তি বোধ করেন। তাই ফিজিওর সঙ্গে সময় কাটিয়েছেন। তাই নন্দ শুরু করবেন কি না দেখার।
মহামেডানকে মেপে লাল-হলুদের স্প্যানিশ কোচ সাংবাদিক সম্মেলনে এসে বললেন, ‘‘মহামেডানে কাসিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সিস গোমেজের মতো খেলোয়াড় রয়েছে। ওদের দলটা বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দলে এখন ভারসাম্য এসেছে। তবে রক্ষণে বিশেষ নজর রাখতে হবে।’’
আরও পড়ুন-হিমাচলে শিঙাড়া গায়েব মুখ্যমন্ত্রীর, তদন্তে সিআইডি
কলকাতায় আসার পর অভিজ্ঞতা ভাল ছিল না। অস্কার বললেন, ‘‘আমি প্রথম দিন কলকাতায় আসার পর এখানে কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বিতে হেরেছি। ওড়িশা ম্যাচেও হার। এরপর এএফসি টুর্নামেন্টে খেলতে যাই। এখন সেই চ্যাপ্টার শেষ। আবার মার্চ মাসে গিয়ে ভাবা যাবে। একটা কথা বলতে পারি, এখন ইস্টবেঙ্গলকে ঘিরেই আমার সব আশা।’’ ইস্টবেঙ্গল কোচ বুঝিয়ে দিলেন, দেশি-বিদেশি নয়। আসল ব্যাপার পারফরম্যান্স। অস্কারের কথায়, ‘‘ভারতীয় ফুটবলাররা শেখার চেষ্টা করছে। এটাই আমার ভাল লাগছে।’’
ক্লেটন সিলভাকে নিয়ে হতাশা বাড়ছে। অস্কার বললেন, ‘‘মহামেডানের বিরুদ্ধে আমাদের জায়গা দখল করতে হবে। সেটা আক্রমণ হোক বা রক্ষণে। ক্লেটন ভাল অনুশীলন করেছে। মাঠে নেমে এবার ওকে প্রমাণ দিতে হবে।’’
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…