প্রতিবেদন : সোমবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সামনে এবার গতবারের আইএসএল জয়ী মুম্বই সিটি এফসি। যারা এবার ভাল জায়গায় নেই। কিন্তু ইস্টবেঙ্গল শেষ সাত ম্যাচে কামব্যাক করলেও তাদের সমস্যা অনেক। মরশুমের মাঝপথে এসেও চোট সমস্যা পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। তারমধ্যেই মুম্বই দ্বৈরথের আগে কোচ অস্কার ব্রুজোকে স্বস্তি দিচ্ছে, আনোয়ার আলি ও লালচুংনুঙ্গা শনিবার টিমের সঙ্গে চুটিয়ে অনুশীলন করায়। যদিও দু’জনের কারও চোট গুরুতর ছিল না। তবে অনিশ্চয়তা রয়েছে বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর খেলা নিয়ে।
আনোয়ারের পিঠে হালকা চোট ছিল। তাই দু’দিন অনুশীলন করেননি। তবে শনিবার দলের সঙ্গেই পুরোদমে গা ঘামান তারকা ডিফেন্ডার। ফিট হয়ে অনুশীলন করেন নুঙ্গাও। ফুটবলারদের দু’দলে ভাগ করে অনুশীলন করান অস্কার। সেখানে একটা অর্ধে খেলেন আনোয়ার। যদিও বাকি অর্ধে তাঁকে না খেলিয়ে বিশ্রাম দেন ইস্টবেঙ্গল কোচ।
আরও পড়ুন-জীবনবিমায় দাবিহীন অর্থ ২০,০৬২ কোটি
সৌভিক অবশ্য সাইডলাইনের ধারে অল্প দৌড়দৌড়ি করে বাকি সময় রিহ্যাব করেছেন। মুম্বই ম্যাচের আগে ফিট হওয়ার চেষ্টা করছেন তিনি। তবে সৌভিক না খেললেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ, আনোয়ারকে মাঝমাঠে খেলানোর বিকল্প রাস্তাও রয়েছে ইস্টবেঙ্গল কোচের হাতে। এদিকে চোটে বাকি মরশুম থেকে ছিটকে যাওয়া মাধি তালালের পরিবর্ত চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগবে। শনি অথবা রবিবার ইনভেস্টর ইমামির সঙ্গে বৈঠকে বসছেন ক্লাব কর্তারা। ইনভেস্টরের বাজেট জেনেই পরিবর্ত ঠিক হবে।