প্রতিবেদন : কিছুদিন আগেই তাঁর জোড়া গোলে ডুরান্ড ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। সেই দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দিল লাল-হলুদ। সোমবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে গ্রিক স্ট্রাইকারের সঙ্গে ক্লাবের মৌখিক বিচ্ছেদ হয়েছে।
২০২৩ আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিয়ামানতাকোসকে গত বছর সই করিয়েছিলেন তৎকালীন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। কিন্তু লাল-হলুদ (East Bengal) জার্সিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন গ্রিক স্ট্রাইকার। ৩২ ম্যাচে মাত্র ১২টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন তিনি। কুয়াদ্রাতের বিদায়ের পর অস্কার ব্রুজোর কোচিংয়েও মানিয়ে নিতে পারেননি। এবারের মরশুম শুরুর আগেই শোনা গিয়েছিল, দিয়ামানতাকোসকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আরও এক বছরের চুক্তি থাকায় সেটা সম্ভব হয়নি। কারণ তাহলে মোটা অঙ্কের অর্থ ক্ষতিপূরণ দিতে হত।
আরও পড়ুন-বিশ্বকাপের পুরস্কারমূল্যে ছেলেদের টেক্কা মেয়েদের
নতুন মরশুমের শুরুটা খারাপ করেননি দিয়ামানতাকোস। ডুরান্ডে ৪ ম্যাচে ৩ গোল করেছেন। এর মধ্যে রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল। তবে সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রচুর সুযোগ নষ্ট করে ফের লাল-হলুদ জনতার সমালোচনার মুখে পড়েছিলেন। প্রশ্ন হল, চুক্তি থাকা সত্ত্বেও কেন লাল-হলুদ ছাড়লেন গ্রিক স্ট্রাইকার। শোনা যাচ্ছে, সদ্য বাবা হওয়া দিয়ামানতাকোস পরিবারের কাছে থাকতে চান। তাই গ্রিসের কোনও ক্লাবে যোগ দিতে চলেছেন। আরও খবর, দিয়ামানতাকোসের বিকল্প হিসাবে ইতিমধ্যেই এক লাতিন আমেরিকান স্ট্রাইকারকে পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। খুব দ্রুতই নতুন বিদেশির নাম ঘোষণা করে দেওয়া হবে।