জয়ের হ্যাটট্রিকের সামনে ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : চোট সমস্যা-সহ নানা প্রতিকূলতার মধ্যেও কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনায় বদলে গিয়েছে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স। শেষ ছ’টি ম্যাচে চারটি জয়, একটি ড্র, একটি হার। ক্লাব ও ইনভেস্টর কর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন, ইস্টবেঙ্গলের এই বদলের পিছনে একমাত্র কোচ। অস্কার অবশ্য কৃতিত্ব নিজে নিচ্ছেন না। তাঁর কাছে এটাও টিম গেম। ম্যাচে সেই টিম গেম অস্ত্রেই শনিবার নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক করে নতুন বছরে পা রাখতে চাইছেন ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ। সামনে ১২ নম্বরে থাকা হায়দরাবাদ এফসি। ম্যাচ জিতলে দু’ধাপ উঠে ন’নম্বরে উঠে আসবে ইস্টবেঙ্গল (East Bengal)।

আরও পড়ুন- আজ দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য ড. সিংয়ের

চোট, ফিটনেস সমস্যা রয়েছে দলে। তবু দিমিত্রিয়স দিয়ামানতাকোস, নাওরেম মহেশদের মতো ফুটবলারদের বিশ্রামে রাখার সাহস দেখাতে পারছেন না অস্কার। দলের স্বার্থেই দিমিদের বিশ্রামে রাখার উপায় নেই। কারণ, সেই মানের বিকল্প নেই। ম্যাচ জিতে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখা যেখানে প্রধান লক্ষ্য। হায়দরাবাদের বিরুদ্ধেও শুরু থেকে দিমির খেলার সম্ভাবনা রয়েছে। চোট পাওয়া মহম্মদ রাকিপের জায়গায় খেলতে পারেন প্রভাত লাকরা। হালকা চোট রয়েছে পি ভি বিষ্ণুর। তরুণ উইঙ্গার না পারলে নন্দকুমার ও মহেশ শুরু করবেন। সেক্ষেত্রে পরিবর্ত হিসেবে পরে আসতে পারেন বিষ্ণু। কার্ড সমস্যায় হেক্টর ইয়ুস্তে এই ম্যাচে নেই। ফলে আনোয়ার আলি ফিরছেন সেন্ট্রাল ডিফেন্সে।

নতুন ভূমিকায় খেলে আক্রমণে নেতৃত্ব দিয়ে ভরসা দিচ্ছেন ক্লেটন সিলভা। অস্কারের দাবি, ক্লেটনের সেরা ভার্সন দেখা যাচ্ছে। প্রতিপক্ষ হায়দরাবাদ লিগে ভাল জায়গায় না থাকলেও তাদের সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ। অস্কারের কথায়, ‘‘হায়দরাবাদকে হয়তো ফেভারিট বলা হচ্ছে না। আমাদের সবাই এগিয়ে রাখছে। কিন্তু ওরা ভাল দল। নর্থইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে ভাল খেলেছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না। হায়দরাবাদের মাঠ ভাল নয়। তবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি।’’

Latest article