প্রতিবেদন : রেলকে বেলাইন করে কলকাতা লিগে গ্রুপ ‘এ’-তে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে রেলওয়ে এফসি-কে ৩-০ গোলে হারাল মশালবাহিনী। লাল-হলুদের জয়ের নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। ডার্বি জেতাতেও বড় ভূমিকা নিয়েছিলেন আসানসোলের তরুণ। এদিনও জোড়া গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়ে সুপার সিক্সের লড়াইয়ে এগিয়ে দিলেন সায়ন। গোল করে প্রয়াত দিয়েগো জোতাকে স্মরণ করেন তরুণ ফুটবলার। দলের তৃতীয় গোলটি করেন পরিবর্ত নাসিব রহমান। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট এখন ইস্টবেঙ্গলের। রেলের কোচ লাল-হলুদের প্রাক্তনী মেহতাব হোসেন। দায়িত্ব নেওয়ার পর দলকে এখনও জেতাতে পারেননি। অবনমনের আওতায় থাকা রেলের ৯ ম্যাচে ৪ পয়েন্ট।
আরও পড়ুন-হাওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজে হিমাচলের ছাত্র মৃত্যু, আজ ফিরছে দেহ
এদিন প্রথম একাদশে সিনিয়র দলের সৌভিক চক্রবর্তী, ডেভিড লাললানসাঙ্গা, প্রভাত লাকড়া, পিভি বিষ্ণুকে রেখেছিলেন কোচ বিনো জর্জ। আধিপত্য নিয়ে খেলে প্রথমার্ধেই দু’গোল করে ফেলে ইস্টবেঙ্গল। ২৫ মিনিটে এগিয়ে দেন সায়ন। মিনিট তিনেক পর দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই বঙ্গসন্তান। খেলার শেষ লগ্নে নাসিব ৩-০ করেন। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল সায়নের কাছে। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি।
শীর্ষে ওঠার দিনে ইস্টবেঙ্গলের জন্য অস্বস্তি চাকু মান্ডির লাল কার্ড। ম্যাচে শেষ ২৫ মিনিটের উপর দশজনে খেলতে হয় বিনোর দলকে। ইস্টবেঙ্গল কোচ ম্যাচ জিতে বলেন, সায়ন হ্যাটট্রিক করলে ভাল লাগত। আমরা বাকি সব ম্যাচ জিততে চাই। ছন্দ ধরে রেখেই সুপার সিক্সে খেলা লক্ষ্য আমাদের। এদিন ম্যাচের পর দর্শকরা সৌভিকদের কাছে ট্রফির আবদার করেন।
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…