ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল

স্বস্তিতে নেই লাল-হলুদের প্রতিপক্ষ শিবিরও। প্রথমবার আইএসএল খেলতে নামা মহামেডানের ঝুলিতে ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট।

Must read

প্রতিবেদন : এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা অতীত। অস্কার ব্রুজোর পাখির চোখ এখন আইপিএল। শনিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ছুটি কাটিয়ে সোমবার থেকেই ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
এবারের আইএসএলে এখনও পর্যন্ত পয়েন্টের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। টানা ৬টা ম্যাচ হেরেছে। চ্যালেঞ্জ লিগে পরপর দুটো জয় পেলেও, শনিবার জিততে না পারলে ফের চাপে পড়ে যাবে লাল-হলুদ। তাই অস্কার বাড়তি গুরুত্ব দিচ্ছেন মহামেডান ম্যাচকে। এদিন প্র্যাকটিস শুরু প্রায় ঘণ্টা দেড়েক আগেই ইস্টবেঙ্গল ক্লাবে চলে আসেন অস্কার। সটান চলে যান মাঠে। গোটা মাঠ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। ততক্ষণে ফুটবলাররাও পৌঁছে গিয়েছেন। এরপর শুরু হয় প্র্যাকটিস।

আরও পড়ুন-আইপিএলের নিলাম রিয়াধে

ইস্টবেঙ্গল সমর্থকদের স্বস্তি দিয়ে ফর্মে ফিরেছেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। গ্রিট স্ট্রাইকার শেষ ৪ ম্যাচে ৫টি গোল করেছেন। তাঁর সঙ্গে মাধি তালালের জুটিও বেশ জমে উঠেছে। গোলের জন্য তাই অস্কারের বড় ভরসা দিয়ামানতাকোস-তালাল জুটি। পাশাপাশি চেনা ছন্দে ফিরেছেন নাওরেম মহেশও। তবে চোট সারাতে স্পেন ফিরে যাওয়া হেক্টর ইয়ুস্তেকে সম্ভবত মহামেডান ম্যাচে পাওয়া যাবে না।

আরও পড়ুন-ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য!

স্বস্তিতে নেই লাল-হলুদের প্রতিপক্ষ শিবিরও। প্রথমবার আইএসএল খেলতে নামা মহামেডানের ঝুলিতে ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। শেষ তিনটে ম্যাচ হেরেছে তারা। শেষ ম্যাচে আবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির কাছে চার গোল হজম করতে হয়েছ আন্দ্রে চেরনিশভের ফুটবলারদের। ঘুরে দাঁড়ানোর জন্য তাই শনিবারের ম্যাচকে পাখির চোখ করছে সাদা-কালো বাহিনী। মহামেডানের বড় সমস্যা বিদেশি স্টপার জোসেফ আদজেইয়ের চোট। তাঁর অনুপস্থিতিতে হায়দরাবাদের বিরুদ্ধে ভরাডুবি হয়েছিল। জোসেফ এখনও পুরো ফিট নন। তবে হাতে এখনও সময় রয়েছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে ফিট করে তোলার একটা মরিয়া চেষ্টা করছেন কোচ চেরনিশভ। পাশাপাশি ব্রাজিলীয় স্ট্রাইকার ফ্রাঙ্কার গোল-খরাও চিন্তায় রাখছে মহামেডানকে।

Latest article