কোচ ছাড়াই প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

Must read

প্রতিবেদন : আইএসএল অনিশ্চয়তার মধ্যেই সোমবার থেকে প্র্যাকটিস শুরু করে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী ৪ ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে লাল-হলুদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তারই প্রস্তুতি এদিন থেকে শুরু হয়ে গেল। তবে কোচ অস্কার ব্রুজো এখনও ফেরেননি। তিনি সম্ভবত বুধবার কলকাতায় ফিরবেন। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোও ছিলেন না। জাতীয় শিবিরে থাকা আনোয়ার আলি, নাওরেম মহেশ ও জয় গুপ্তাও ছিলেন না। তাই সহকারী কোচদের তত্ত্বাবধানে অনুশীলন করলেন বাকিরা।
দলের বাকি পাঁচ বিদেশিই অবশ্য এদিন প্র্যাকটিস করেছেন। মিগুয়েল, হামিদ, কেভিন, রশিদ ও হিরোশিরা ছিলেন বেশ হালকা মেজাজে। ইস্টবেঙ্গল (East Bengal) শেষ ম্যাচ খেলেছিল গত ৩১ নভেম্বর। তাই লম্বা বিরতির পর, এদিনের প্র্যাকটিসে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। এর পরের সেশনে ফুটবলাররা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য চলল ওয়ান-চাজ পাসিংয়ের অনুশীলন।
চলতি মরশুমে বেশ ভাল ফুটবল খেলছে অস্কারের দল। কিন্তু দুটো টুর্নামেন্ট (ডুরান্ড এবং আইএফএ শিল্ড) খেলেও ট্রফি অধরা। তাই সুপার কাপকে বাড়তি গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ শিবির। দুই বিদেশি স্ট্রাইকার হামিদ ও হিরোশি এখনও পর্যন্ত জাত চেনাতে ব্যর্থ। তবে এদিনের প্র্যাকটিসে দু’জনেই বেশ চনমনে দেখিয়েছে।

আরও পড়ুন-মেয়েদের ক্রিকেটে কিছুটা অবদান আমারও আছে, ট্রোলিংয়ের জবাব

Latest article