৮ গোল দিয়ে শুরু ইস্টবেঙ্গলের, কন্যাশ্রী কাপের সূচনায় মাস্টারপ্ল্যান ক্রীড়ামন্ত্রীর

প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে এবারের মেয়েদের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ‘কন্যাশ্রী কাপ’-এ অভিযান শুরু করল জাতীয় লিগ জয়ী ইস্টবেঙ্গল।

Must read

প্রতিবেদন : প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে এবারের মেয়েদের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ‘কন্যাশ্রী কাপ’-এ অভিযান শুরু করল জাতীয় লিগ জয়ী ইস্টবেঙ্গল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মৈত্রী সংসদকে ৮-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদের মেয়েরা। দেবলীনা ও সুলঞ্জনা রাউলের জোড়া গোল। অংশ নিচ্ছে এবার ১৪টি দল। কন্যাশ্রী কাপের উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফুটবলার তুলে আনার মাস্টারপ্ল্যান দিলেন আইএফএ-কে।

আরও পড়ুন-বোরো মরশুমে আরও পাঁচ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্য

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘ভারতীয় ফুটবলের সব বড় ট্রফি এবার বাংলার ঘরে। আজ ভারতবর্ষকে পথ দেখাচ্ছে বাংলা। আমাদের প্রতিভাবান খেলোয়াড় আছে। খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে। সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী সবরকমভাবে সাহায্য করবেন। তবে আমি জানিয়ে দিই। গতবার যে ফুটবলারদের তালিকা পেয়েছিলাম তাতে কোনও হোমওয়ার্ক ছিল না। প্রতিটি ম্যাচ থেকে কাদের বাছা হল, কেন বাছা হল, কোন মাপকাঠিতে নির্বাচন করা হল এবং কারা ফুটবলারদের বাছলেন, তার সঠিক এবং পরিপূর্ণ তথ্য চাই।’’
ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘‘আমাদের যদি ফুটবলে উন্নতি করতে হয় তাহলে প্রথম ম্যাচ থেকেই স্পটার রাখতে হবে। প্রতি ম্যাচ থেকেই ফুটবলার চয়ন করতে হবে। আমাদের ১১টা পজিশনের জন্য একাধিক প্লেয়ার নথিভুক্ত করতে হবে। এক একটা পজিশনের চারটি করে প্লেয়ার অর্থাৎ মোট ৪৪ জন খেলোয়াড় নির্বাচন করে যদি তাদের আমরা নথিভুক্ত করি এবং উন্নতমানের প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমার মনে হয় বাংলা সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারবে।’’

আরও পড়ুন-শিক্ষকদের উদ্যোগে প্রাথমিক স্কুল পেল এসি কম্পিউটার রুম

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘মাননীয় ক্রীড়ামন্ত্রীকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। যে পৃষ্ঠপোষকতা এবং সাহায্য আমরা ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া দফতর এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাই, সেটা না হলে কন্যাশ্রী কাপ, আন্তঃজেলা এবং অন্যান্য টুর্নামেন্ট এত ভালভাবে করতে পারতাম না। আমরা এবারও জেলায় জেলায় প্রতি ম্যাচে স্পটার রাখছি। কোন ম্যাচে কোন প্লেয়ার কেন নির্বাচিত হল, তা আমরা নিয়মিত খেলার পরই জানিয়ে দেব।’’ এদিন কন্যাশ্রী কাপের উদ্বোধনী ম্যাচে ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি ছিলেন মন্ত্রী সুজিত বোস, তিন প্রধানের কর্তা এবং প্রাক্তন ফুটবলাররাও।

Latest article