প্রতিবেদন : সুপার কাপের শুরুতেই পচা শামুকে পা কাটল ইস্টবেঙ্গলের। আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হারের পর সুপার কাপের প্রথম ম্যাচেই আটকে গেল অস্কার ব্রুজোর দল। ডার্বি হার পরবর্তী বিতর্কিত অধ্যায় ভুলে মাঠে নামলেও বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে ২-২ ড্র করে পয়েন্ট নষ্ট। টুর্নামেন্টের শুরুতেই চাপে ইস্টবেঙ্গল। সাধারণ মানের ফুটবল খেলে হতাশ করলেন অস্কারের ছেলেরা। তুলনায় অ্যাকাডেমির ছেলেদের নিয়ে সমীর নায়েকের অধীনে ডেম্পোর লড়াই প্রশংসনীয়।
আরও পড়ুন-বাগানের জয়ে নায়ক জেমি
৯ বছর আগে ভারতীয় ফুটবলের মূলস্রোত থেকে সরে গিয়েছিল ডেম্পো। প্রাক্তন আই লিগ জয়ীরা ভারতীয় ব্রিগেড নিয়েও ইস্টবেঙ্গলের মতো আইএসএল টিমের বিরুদ্ধে সমানে-সমানে লড়াই করল। ম্যাচের শুরুতেই লাল-হলুদের জাপানি হিরোশির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ২৭ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় ডেম্পো। এক্ষেত্রে গোলকিপার দেবজিৎ মজুমদারের আউটিং নিয়ে প্রশ্ন উঠতে পারে। দ্বিতীয়ার্ধ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। হামিদের শট ডেম্পোর গোলকিপারের হাতে লেগে ফিরলে নাওরেম মহেশ গোল করতে ভুল করেননি। ৫৭ মিনিটে ফের গোল ইস্টবেঙ্গলের। লালচুংনুঙ্গার পাস থেকে প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে বাঁ-পায়ের শটে জাল কাঁপান মিগুয়েল। লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন ব্রাজিলীয়। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। ৯০ মিনিটে লক্ষ্মীমণরাও রেনের গোলে সমতা ফেরায় ডেম্পো। এরপর সংযুক্ত সময়ের পাঁচ মিনিটে আর জয়সূচক গোল তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…