প্রতিবেদন : সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ডুরান্ড কাপের (Durand Cup) সূচি। তবে অন্যান্য বারের মতো এবার গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না মোহনবাগান ও ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে অংশ নেওয়া মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স। ২৩ জুলাই ডুরান্ডের উদ্বোধনী দিনে যুবভারতীতে বিকেল সাড়ে পাঁচটায় ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সাউথ ইউনাইটেডের। লাল-হলুদের পরের দুই ম্যাচ যথাক্রমে নামধারী এফসি (৬ অগাস্ট, সন্ধ্যা ৭টা) ও ইন্ডিয়ান এয়ারফোর্সের (১০ অগাস্ট, সন্ধ্যা ৭টা) বিরুদ্ধে।
আরও পড়ুন-খুলল কসবা ল কলেজ
অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ও বিএসএফের সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার। ৩১ জুলাই কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান ম্যাচ দিয়ে ডুরান্ড (Durand Cup) অভিযান শুরু করবে মোহনবাগান। খেলা শুরু হবে বিকেল চারটেয়। সবুজ-মেরুনের পরের দুটো ম্যাচ যথাক্রমে বিএসএফ (৪ অগাস্ট, সন্ধ্যা ৭টা) ও ডায়মন্ড হারবারের (৯ অগাস্ট, সন্ধ্যা ৭টা) বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের প্রথম ম্যাচ ২৮ জুলাই, মহামেডানের বিরুদ্ধে।
ছ’টি গ্রুপের শীর্ষে থাকা ছ’টি দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ১৬ এবং ১৭ অগাস্ট হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। সেমিফাইনাল যথাক্রমে ১৯ ও ২০ অগাস্ট। ফাইনাল ২৩ অগাস্ট। দেশের ছ’টি শহরে হবে টুর্নামেন্টের ৪৩টি ম্যাচ। এর মধ্যে গ্রুপ এ ও বি-র সব ক’টি ম্যাচ হবে কলকাতায়। এছাড়া জামশেদপুর, কোকরাঝাড়, শিলং, ইম্ফল ও রাঁচিতে হবে বাকি গ্রুপের ম্যাচগুলো। তবে নকআউট পর্বের ম্যাচ ও ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।