আনোয়ারকে ছাড়াই গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল (East Bengal) ডার্বি হারের ধাক্কা সামলে এফসি গোয়ার বিরুদ্ধে আরও এক কঠিন পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। মানোলো মার্কুয়েজের দল এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে। তার উপর ম্যাচ গোয়ায়। নানা প্রতিকূলতার মধ্যে অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার কঠিন চ্যালেঞ্জ দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের সামনে।

আরও পড়ুন- বিশ্বকাপের বছরে সেরা ফর্ম চান স্মৃতি

নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি এখনও চোট সারিয়ে ফিট হতে পারেননি। কোচ অস্কার ব্রুজোর চিন্তা বাড়াচ্ছেন আনোয়ার। সূত্রের খবর, এখনও সপ্তাহ দু’য়েক মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রক্ষণে একই ভুল করে চলেছেন হিজাজি মাহের, হেক্টর ইয়ুস্তেরা। হিজাজি এদিন অনুশীলন করলেও হেক্টর, ক্লেটন সিলভা বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি। তাঁদের কমবেশি চোট রয়েছে। গোয়ায় দু’দিন অনুশীলনে দেখে গোয়া ম্যাচে তাঁদের খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন অস্কার। তবে স্বস্তি দিচ্ছেন নতুন বিদেশি স্ট্রাইকার ভেনেজুয়েলার রিচার্ড সেলিস। প্রথম দিনের অনুশীলনেই নজর কেড়েছিলেন। বুধবার তাঁকে বিশ্রাম দিয়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ। শোনা যাচ্ছিল, রিচার্ডেরও কুঁচকিতে সামান্য চোট রয়েছে। যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দাবি, রিচার্ড পুরো ফিট। বৃহস্পতিবার চুটিয়ে দলের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি। গোয়ার বিরুদ্ধে লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক হতে চলেছে রিচার্ডের। শুক্রবার সকালে গোয়া রওনা হচ্ছে ইস্টবেঙ্গল। বিকেলে সেখানে অনুশীলন করবেন সৌভিক চক্রবর্তী, পি ভি বিষ্ণুরা।

Latest article