প্রতিবেদন : ডার্বি হারের ৭২ ঘণ্টার মধ্যে ফের মাঠে নামতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে। মঙ্গলবার লাল-হলুদের সামনে ওড়িশা এফসি। যারা প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে অষ্টম আইএসএলে সব থেকে বড় চমক দিয়েছে। তাই ডার্বিতে বিপর্যয়ের পর আরও একটা কঠিন ম্যাচ খেলার জন্য তৈরি হতে হচ্ছে মানোলো দিয়াজের দলকে। ডার্বির পরদিনই তাই মাঠে নেমে ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করে দিতে হল রফিক-পেরোসিভিচদের।
আরও পড়ুন-ফিরে দেখা মানচিত্রের ইতিহাস
তবে জাভি হার্নান্ডেজদের বিরুদ্ধে নামার আগে গোলকিপার সমস্যায় লাল-হলুদ। ডার্বিতে তিন গোল খেয়ে খলনায়ক হলেও অরিন্দম ভট্টাচার্যের চোট উদ্বেগ বাড়াচ্ছে। রবিবার ইস্টবঙ্গল অধিনায়কের এমআরআই স্ক্যান হয়েছে। রিপোর্টের অপেক্ষায় রয়েছে লাল-হলুদ শিবির। বড় ম্যাচে অরিন্দমের পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভাল খেলেছেন গোলকিপার শুভম সেন। কিন্তু অরিন্দমের চোট গুরুতর হলে শুভম ছাড়া দ্বিতীয় ফিট গোলকিপার থাকবে না স্কোয়াডে। তবে ইস্টবেঙ্গল শিবির আশাবাদী, অরিন্দমের চোট গুরুতর নয়।
আরও পড়ুন-স্বাতন্ত্র্য বজায় রেখেই এগিয়ে চলবে বালি
রবিবার ওড়িশা ম্যাচের প্রস্তুতিতে নামার আগে ফুটবলারদের স্প্যানিশ কোচ বলেছেন, ডার্বির ফল মাথা থেকে ঝেড়ে ফেলে সামনে তাকাতে। কোথায় ভুলভ্রান্তি হয়েছে তাও বুঝিয়ে দিয়েছেন। বিপর্যস্ত দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন দিয়াজ।