বোরহার বিকল্প নিয়ে চাপে ইস্টবেঙ্গল

বুধবারের ম্যাচেও গোলের জন্য ক্লেটনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল। আইএসএলে হতাশ করলেও, সুপার কাপে দারুণ ছন্দে রয়েছে জামশেদপুর

Must read

প্রতিবেদন : ডার্বি জয় অতীত। লাল-হলুদ শিবিরের যাবতীয় ফোকাস এখন জামশেদপুর ম্যাচে। তবে সুপার কাপ সেমিফাইনালের আগে কার্লেস কুয়াদ্রাতের চিন্তা বাডি়য়ে দিয়েছেন বোরহা হেরেরা।
জোড়া হলুদ কার্ডের কারণে জামশেদপুর ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডারকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। বোরহার জায়গায় কাকে খেলাবেন, সেটাই এখন কুয়াদ্রাতের মাথাব্যথার কারণ।

আরও পড়ুন-উদ্বোধনে হাজির কংগ্রেসের মন্ত্রী

লাল-হলুদের মাঝমাঠের অন্যতম স্তম্ভ বোরহা। ডার্বিতে দলের শেষ দু’টি গোলের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিকল্প বলতে কুয়াদ্রাতের হাতে রয়েছেন বিষ্ণু। তবে কুয়াদ্রাতকে ভরসা দিচ্ছে ক্লেটন সিলভার ফর্ম। লাল-হলুদের ব্রাজিলীয় স্ট্রাইকার ডার্বিতে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ফুটছেন। বুধবারের ম্যাচেও গোলের জন্য ক্লেটনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল। আইএসএলে হতাশ করলেও, সুপার কাপে দারুণ ছন্দে রয়েছে জামশেদপুর। নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলকে। দুর্দান্ত ফর্মে রয়েছেন জামশেদপুরের নাইজেরিয়ান স্ট্রাইকার চিমাচুকু। যিনি আবার লাল-হলুদের প্রাক্তনী। তবে যেভাবেই হোক বুধবারের ম্যাচটা জিততে চাইছে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন লাল-হলুদ জাঁবুতে কোনও ট্রফি আসেনি। সেই খরা মেটানোর প্রথম ধাপ জামশেদপুর ম্যাচ। কুয়াদ্রাত বলছেন, ‘‘ট্রফি নিয়ে ভাবছি না। এখন মাথায় শুধুই জামশেদপুর ম্যাচ। এই ধাপটা আগে টপকাতে হবে। দলের খেলায় আমি খুশি। তবে কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে।’’

Latest article