প্রতিবেদন : বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লেফট ব্যাক জয় গুপ্তার চোট চিন্তা বাড়িয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। রবিবার অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন জয়। সোমবার হোটেলেই বিশ্রাম নিয়েছেন ফুটবলাররা।
আরও পড়ুন-মোহনবাগানের প্রস্তুতি শুরু, খেলা না থাকায় হতাশ কামিন্সরা
জানা গিয়েছে, জয়ের চোটের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল। তবে ইস্টবেঙ্গল ডিফেন্ডারের চোট গুরুতর নয় বলেই খবর। সেমিফাইনালে জয়কে প্রথম একাদশে রেখেই রণকৌশল তৈরি করছিলেন ইস্টবেঙ্গল কোচ। চোটে অস্বস্তি বাড়লেও জয়কে পাঞ্জাব ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্কার।
ডেম্পোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বড় জয় এবং সাউল ক্রেসপো, হিরোশি ইবুসুকি, হামিদরা গোল পাওয়ায় স্বস্তি পাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার মনে করেন, সুপার কাপে ট্রফি জয় সম্ভব।

