প্রতিবেদন : হারের হ্যাটট্রিক করে শেষ ম্যাচে চেন্নাই থেকে এক পয়েন্ট নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদের (East Bengal- North East United) স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। সমর্থকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, খুব দ্রুত ছবিটা বদলাবে। হয়তো সোমবার থেকেই। কিন্তু নর্থইস্ট ভাল খেলছে। ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট তালিকায় তিন ধাপ এগিয়ে তারা। তাই কাজটা সহজ হবে না ক্লেটন সিলভাদের।
নর্থইস্ট যেভাবে নিজেদের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে উপরে উঠছে, সেভাবে ইস্টবেঙ্গলও নিজেদের মেলে ধরবে। শুধু ভুল শুধরে ম্যাচ শেষ করতে চাইছেন লাল-হলুদ (East Bengal- North East United) কোচ। ফুটবলারদের উপর কুয়াদ্রাতের অগাধ আস্থা। কিন্তু গোল করেও যে ৭০ মিনিটের পর লিড ধরে রাখা যাচ্ছে না। রক্ষণে ফাঁকফোকর ভরাট করতে হিমশিম খাচ্ছেন কোচ। ম্যাচের আগের দিন কুয়াদ্রাত বলেন, ‘‘আমরা গোল করার মতো পরিস্থিতি তৈরি করছি। গোলও করছি। কিন্তু ম্যাচ শেষ করতে পারছি না। ছেলেরা ছবিটা বদলে দিতে চায়। একটা জয়ই পরিস্থিতি বদলে দেবে। আমরা হয়তো শেষ চার ম্যাচ জিততে পারিনি। ঘরের মাঠে ফের ম্যাচ খেলব। আশা করছি, নর্থইস্ট ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে।’’
দলকে অনুপ্রাণিত করার কাজটাও করতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। কুয়াদ্রাত বলছেন, ব্যর্থতা কাটাতে দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখার কাজটাও জরুরি। এদিকে, স্প্যানিশ মিডিও বোরহা হেরেরা এখনও পুরো ফিট নন। তাঁকে নিয়ে অস্বস্তি বাড়ছে শিবিরে। চোট আছে ভিপি সুহের-সহ আরও কয়েকজনের।
আরও পড়ুন- ফিলিপিন্সের বিশ্ববিদ্যালয়ে প্রার্থনায় জঙ্গিহানা, মৃত ৫