প্রতিবেদন : মঙ্গলবার কলকাতা লিগে নামছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। ডুরান্ড কাপে সিনিয়র দল দুর্দান্ত ছন্দে থাকলেও, ঘরোয়া লিগে খুব একটা ভাল খেলতে পারছে না লাল-হলুদ। এই পরিস্থিতিতে এবার সামনে রেলওয়ে এফসি।
৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার জিততে পারলে, শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে। পাশাপাশি সুপার সিক্সে ওঠার পথটা আরও সুগম হবে। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন কলকাতা লিগে কোচের দায়িত্বে থাকা বিনো জর্জ। সোমবার প্র্যাকটিসের পর তিনি স্পষ্ট জানালেন, বেশি দূরের কথা না ভেবে, ম্যাচ ধরে ধরে এগোতে চান।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তা মেরামতির কাজ শুরু
বিনোর বক্তব্য, আমরা এই মুহূর্তে শুধু রেলওয়ে এফসি ম্যাচ নিয়েই ভাবছি। প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমি আত্মবিশ্বাসী। কাল ছেলেরা শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। লিগের শুরু থেকেই ফুটবলারদের চোট-আঘাত ভোগাচ্ছে লাল-হলুদকে। ফলে রেলওয়ে এফসি ম্যাচেও সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে দেখা যেতে পারে। আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে হারালেও, শেষ মুহূর্তে কালীঘাটকে নিশ্চিত পেনাল্টি থেকে রেফারি বঞ্চিত করেছিলেন। নইলে ম্যাচটা ড্র হতে পারত। তাই যে কোনও মূল্যে রেলওয়ে এফসি ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া লাল-হলুদ শিবির।