মেয়েদের এএফসি-তে জয় লাল-হলুদের

Must read

প্রতিবেদন : বিদেশের মাটিতে মশাল জ্বালালেন সঙ্গীতা বাসফোর, ফাজিলা ইকওয়াপুটরা। মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কম্বোডিয়ার ক্লাব ফেনোম পেন ক্রাউন এফসিকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার কম্বোডিয়ার নম পেনে ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে লাল-হলুদের জয়সূচক গোলটি করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের মাথায় আই লিগ, শহরে এলেন ব্রাইট ও সানডে

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল মহিলা দল। নিজেদের রক্ষণ জমাট রেখে বারবার আক্রমণ শানিয়েছেন সঙ্গীতা, সুরঞ্জনা রাউলরা। ৪২ মিনিটে কম্বোডিয়ান ক্লাবের জালে বল জড়িয়েছিলেন ফাজিলা। যদিও তা বাতিল হয়। বিরতির পরেও লাল-হলুদের (East Bengal) মেয়েরা দাপট দেখিয়েছে। পাল্টা আক্রমণ শানাচ্ছিল কম্বোডিয়ান ক্লাবও। যদিও লাল-হলুদের রক্ষণে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন ঘানার ডিফেন্ডার আবিনা।
অবশেষে ৭০ মিনিটে ফাজিলার গোল। সতীর্থ রাস্টির পাস থেকে বল জালে জড়ান তিনি। এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গল। শেষ দিকে ফাজিলা একাই গোটা দুয়েক সহজ সুযোগ নষ্ট করেন। নইলে ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততে পারত লাল-হলুদ। আগামী ৩১ অগাস্ট এই মাঠেই ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ হংকংয়ের ক্লাব কিটচি এফসি।
এদিকে, মঙ্গলবার কলকাতা লিগে মাঠে নামছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। বারাকপুর স্টেডিয়ামে বিনো জর্জের দলের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ।

Latest article