প্রতিবেদন : প্রথম ম্যাচে ইরানের চ্যাম্পিয়ন দল বাম খাতুন এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ইস্টবেঙ্গলের মেয়েরা (East Bengal women)। বৃহস্পতিবার লড়াই অনেক কঠিন ছিল ফাজিলা, সৌম্যা গুগলোথদের। সামনে ছিল গতবারের চ্যাম্পিয়ন চিনের উহান জিয়ানদার বিরুদ্ধে। ড্র করলে এদিনই নক আউটে খেলার যোগ্যতা অর্জন করতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু শক্তিশালী চিনা ক্লাবটির বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলেও ০-২ গোলে হার মশালবাহিনীর। তবে গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের নাসাফের বিরুদ্ধে পয়েন্ট পেলেই ভারতের প্রথম ক্লাব হিসেবে মেয়েদের (East Bengal women) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে ইস্টবেঙ্গল। নাসাফের কাছে হারলেও ব্যবধান দু’গোলের বেশি হওয়া চলবে না। অন্য ম্যাচে নাসাফ এদিন ১-০ গোলে হারিয়ে দেয় বাম খাতুনকে।
এদিন ম্যাচ শুরুর ১৭ মিনিটের মধ্যেই ০-২ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। উহান আক্রমণাত্মক ফুটবল খেলে শুরু থেকে। ৭ মিনিটে ওয়াং শুয়াংয়ের গোলে এগিয়ে যায় উহান। ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান সেই ওয়াং। প্রথমার্ধ জুড়ে ম্যাচের রাশ ছিল উহানের হাতে। তবে ইস্টবেঙ্গল পাল্টা লড়াই করে। কিন্তু গোলমুখ সেভাবে খুলতে পারেনি। ইস্টবেঙ্গল গোলকিপার কয়েকবার দলের পতন রোধ করেন।
আরও পড়ুন-শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন হরমনরা

