জেসিনের গোলে ইস্টবেঙ্গল জয়ী

রিজার্ভ দলের পাশাপাশি ডুরান্ডে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়েই একটি গোল করে ফেলেছেন লাল-হলুদের তরুণ স্ট্রাইকার।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে ইস্টবেঙ্গল। সোমবার নিজেদের ঘরের মাঠে ভবানীপুরকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষস্থান নিজেদের দখলে রেখে দিলেন জেসিন টিকে, তন্ময় দাসরা। ৮ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট আপাতত ২২। অন্যদিকে, সমান ম্যাচে খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল ভবানীপুর।
এবারের লিগে ভবানীপুর বেশ ভাল ছন্দে। তাই এদিনের জয় ইস্টবেঙ্গলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ৬ মিনিটেই গোল তুলে নিয়েছিল লাল-হলুদ। নিজেদের বক্সে আগুয়ান রোশলকে ফাউল করেছিলেন ভবানীপুরের মদন মান্ডি। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি জেসিন। চলতি লিগে এই নিয়ে ৮ গোল করে ফেললেন জেসিন। রিজার্ভ দলের পাশাপাশি ডুরান্ডে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়েই একটি গোল করে ফেলেছেন লাল-হলুদের তরুণ স্ট্রাইকার।

আরও পড়ুন-সমাপ্তি মাতাল মিশন ইম্পসিবল

তবে এগিয়ে যাওয়ার পর, বিস্ময়করভাবে নিজেদের কিছুটা গুটিয়ে নেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। সেই সুযোগে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ভবানীপুর। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে তো লাল-হলুদ রক্ষণে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছিল তারা। তবে চাপের মুখে জমাট ফুটবল খেললেন লাল-হলুদের মনোতোষ, চাকু মান্ডি, তন্ময়রা। ফলে কোনও বিপদ ঘটেনি। যদিও শেষ দিকে জিতেন মুর্মু সহজ সুযোগ হাতছাড়া না করলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত ভবানীপুর।

Latest article