প্রতিবেদন : জয় দিয়ে কন্যাশ্রী কাপে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ২-০ গোলে হারিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশকে। লাল-হলুদের গোলদাতা সুলঞ্জনা রাউল এবং মৌসুমী মুর্মু। ইস্টবেঙ্গলের কোচ সুজাতা কর ম্যাচের শেষে বললেন, ‘‘জিতলেও আমি দলের খেলায় সন্তুষ্ট নই। প্রথম ম্যাচ বলে হয়তো মেয়েদের একটু সমস্যা হয়েছে।’’ ইস্টবেঙ্গল, মহামেডান-সহ ৩২টি ক্লাবকে নিয়ে এবারের কন্যাশ্রী কাপের উদ্বোধন হল এদিন।
আরও পড়ুন-পুলিশের ইউনিফর্ম পরে নেচে বিপাকে পুলিশকর্তা
আইএফএ পরিচালিত এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে রাজ্য সরকারের সহায়তায়। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহসভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল, বিওএ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগিতার উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্য সরকার পুরুলিয়ায় একটি ফুটবল অ্যাকাডেমি তৈরি করতে চলেছে। এছাড়াও কন্যাশ্রী কাপ থেকে ৫০ জন ফুটবলার বেছে নিয়ে আগামী দিনে বাংলা দল গড়ার পরামর্শ দেন ক্রীড়ামন্ত্রী।