প্রতিবেদন : আইএসএলে জঘন্য রেফারিংয়ের শিকার হচ্ছে দুই প্রধান। মোহনবাগান-মুম্বই ম্যাচে নজিরবিহীন লাল কার্ডের বন্যার পর শুক্রবার যুবভারতীতে ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal) নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে খারাপ রেফারিংয়ের কারণে। দু’টি ন্যায্য পেনাল্টি বাতিল করেছেন রেফারি। আরও একটি পেনাল্টি পেতে পারতেন ক্লেটন সিলভারা। যা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে ম্যাচের বিভিন্ন ঘটনার ভিডিও ক্লিপিংস-সহ কড়া চিঠি ফেডারেশন ও এফএসডিএল-কে পাঠাল ইস্টবেঙ্গল।
বিস্ফোরক চিঠিতে ইস্টবেঙ্গল লিখেছে, ‘‘গত কয়েক মরশুমে রেফারিং নিয়ে আমরা বারবার অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। রেফারিংয়ের মান যেভাবে পড়ছে, তাতে ফুটবল প্রভাবতি হচ্ছে। দিনের পর দিন এটা আমাদের মেনে নিতে হচ্ছে। যথেষ্ট হয়েছে, এভাবে আর চলতে পারে না। আইএসএলের মতো টুর্নামেন্টে এমন জঘন্য রেফারিং বন্ধ করতেই হবে।’’
চিঠিতে ইস্টবেঙ্গল (East Bengal) আরও লিখেছে, ‘‘ওড়িশা ম্যাচের রেফারিই বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও ফেডারেশন ও এফএসডিএল-এর তরফে কোনও কথা শোনা হয়নি। পেনাল্টি না দেওয়া, আমাদের ফুটবলারদের কার্ড দেখানো, বিপক্ষ দলকে পেনাল্টি উপহার দেওয়া, দিনের পর দিন এর মাধ্যমে চরম ক্ষতি হয়ে যাচ্ছে। এআইএফএফ এবং এফএসডিএল-এর কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করছি আমরা।’’
আরও পড়ুন-ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয় ক্রীড়ামহল, পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন আরও এক কুস্তিগির