প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে এক নতুন দিগন্ত খুলতে চলেছে বাংলার শিল্পক্ষেত্রে। ২০২৬ সালের মার্চের মধ্যেই দিঘায় (Digha) চালু হচ্ছে চলেছে পূর্ব ভারতের প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক কনক্লেভ ২০২৪-এ একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার টেকনোলজি হাবকে আরও শক্তিশালী করবে না, পাশাপাশি এটিকে শিল্পক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন-ময়নাতদন্ত থেকে নির্মাণকাজ, সিদ্ধান্ত সর্বসম্মত, তবু মিথ্যাচার
বিশ্বমানের ইন্টারনেট সংযোগ এবং দ্রুতগতির ডেটা ট্রান্সফারের সুবিধা এনে দেবে এই ল্যান্ডিং স্টেশন, যা নতুন নতুন প্রযুক্তি এবং শিল্পের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। দিঘায় এই কেবল ল্যান্ডিং স্টেশনটি গড়ে তুলছে রিলায়েন্স জিও। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব ভারতে কোনও কেবল ল্যান্ডিং স্টেশন না থাকায় সমস্ত আন্তর্জাতিক ডেটা মুম্বই অথবা চেন্নাই হয়ে ট্রান্সমিট হয়। সমুদ্রের নীচ দিয়ে যে কেবল পরিষেবা চালু হবে, তা রাজ্যের তথ্য-প্রযুক্তি পরিষেবার চেহারা বদলে দেবে। শুধুমাত্র রাজ্য নয়, গোটা পূর্ব ভারতের এটিই প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন হতে চলেছে। ফলে কলকাতা তথা বাংলার পাশাপাশি গোটা পূর্ব ভারত এই স্টেশন থেকে পরিষেবার সুবিধা পাবে। অমিত মিত্র বলেন, দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন চালু হলে রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য একটা বিরাট পরিকাঠামো সৃষ্টি হবে যা বাংলায় শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড বহুলাংশে বাড়াবে।