সংবাদদাতা, দার্জিলিং : পূর্ব সিকিমে (East Sikkim) ৭১৭ নম্বর জাতীয় সড়কে বিশাল ধস নেমেছে শনিবার। ধস এতটাই বিপজ্জনক আকারের যে সেনাদের গাড়িও সেখানে পৌঁছতে পারছে না। লাগাতার বৃষ্টির জেরেই এই ধস নেমেছে চিন সীমান্তের কাছেই ডোগলান এলাকায়। ধসের জেরে সেনার গাড়িও পারাপার করতে পারছে না। শিলিগুড়ি থেকে লাভা হয়ে সিকিমে ঢোকার এটি বিকল্প রাস্তা হওয়ায় ধসের জেরে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম (East Sikkim)। কারণ তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়ক ভেসে যাওয়া এবং সেই সঙ্গে ধস নামায় সেখান দিয়েও যাতায়াতে সমস্যা হচ্ছে।
আরও পড়ুন- বাংলাকে বঞ্চনা কেন্দ্রের রিপোর্টে