প্রতিবেদন : প্রতিপক্ষ শিবির টানা তিন ম্যাচ হেরে মানসিকভাবে বিধ্বস্ত। তবুও এফসি গোয়াকে সমীহ করছেন ম্যানুয়েল দিয়াজ। এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলছেন, ‘‘এফসি গোয়া দারুণ শক্তিশালী দল। কোনও কারণে ক্লিক করছে না। তবে যে কোনও সময় ছন্দ পেয়ে যাবে। তাই কালকের ম্যাচটা আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন : Hariyana -য় দলের প্রথম কার্যালয়ের উদ্বোধন, থাকবেন সুখেন্দুশেখর
চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট লাল-হলুদের ঝুলিতে। দিয়াজ যদিও আগের ম্যাচের ড্র থেকে লড়াইয়ের রসদ খুঁজছেন। ইস্টবেঙ্গল কোচের বক্তব্য, ‘‘আগের ম্যাচে আমাদের ডিফেন্স ভাল খেলেছে। ক্লিনশিট রাখাটা যথেষ্ট কৃতিত্বের। ফলে ফুটবলাররা আত্মবিশ্বাসী হয়েই কাল মাঠে নামবে।’’ একই সঙ্গে টানা ম্যাচ খেলার ক্লান্তির কথাও উঠে এসেছে দিয়াজের মুখে। তিনি বলেন, ‘‘তিন দিন অন্তর অন্তর ম্যাচ খেলতে হচ্ছে। তাই ফুটবলারদের পক্ষে একটানা খেলে যাওয়া সম্ভব নয়। তাই দলে পরিবর্তন করতে হচ্ছে।’’ পাশাপাশি চোট-আঘাত সমস্যায় জর্জরিত লাল-হলুদ শিবির। অঙ্কিত মুখোপাধ্যায় মাঠে নামার আগেই চোট পেয়ে বসে আছেন। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ডার্বিতে চোট পেয়েছেন। জ্যাকিচাঁদ সিং প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে খেলার পর চোট পেয়ে আর মাঠে নামতে পারেননি। চোট রয়েছে ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েলেরও।
সোমবার ভাচুর্য়াল প্রেস মিটে দিয়াজ বলে গেলেন, ‘‘অঙ্কিত ও জ্যাকিচাঁদ উন্নতি করছে। তবে কবে মাঠে নামবে, তা এখনও বলা সম্ভব নয়। প্রি-সিজন প্র্যাকটিস দেরিতে শুরু হয়েছে বলেই চোট সমস্যা বাড়ছে।’’
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…