প্রতিবেদন: সুপার কাপে শনিবার ডার্বি হচ্ছে না। দিশাহীন ফুটবলে কেরল ব্লাস্টার্সের কাছে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। সেইসঙ্গে একরাশ ব্যর্থতা নিয়ে মরশুম শেষ করল মশালবাহিনী। ০-২ গোলে হার ইস্টবেঙ্গলের। এএফসি-র মঞ্চে পরের মরশুমে অস্কার ব্রুজোর দলের খেলার সম্ভাবনাও শেষ এই হারে। নোয়া সাদাউয়ের জাদু কেরলকে জেতাল। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে আইএসএলে দ্বিমুকুট জয়ী মোহনবাগান। এদিন কেরলের হয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন জেসাস জিমেনেজ। অন্যটি নোয়ার দূরপাল্লার বিস্ময়-গোল। প্রথম গোলের পিছনেও নোয়ার অবদান।
আরও পড়ুন-হিটম্যানে চূর্ণ চেন্নাই
খেলার শুরুতেই পিছিয়ে পড়তে পারত ইস্টবেঙ্গল। প্রথমার্ধে জিমেনেজ একাই অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেন। ৩৯ মিনিটে আনোয়ার আলির ভুলে পেনাল্টি পায় কেরল। স্পট কিক থেকে প্রথম প্রচেষ্টায় গোল করতে পারেননি সেই জিমেনেজ। দুর্দান্ত সেভ করেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন সিং।কিন্তু কেরল ফুটবলার শট নেওয়ার আগেই লাইন থেকে বেরিয়ে আসায় দ্বিতীয়বার পেনাল্টি শট নিতে হয় জিমেনেজকে। এবার গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় কেরল। ৬৪ মিনিটে নোয়ার বিস্ময়-গোলে ইস্টবেঙ্গলের ম্যাচে ফেরার রাস্তায় কার্যত জল ঢেলে দেয় কেরল।