খেলা

অবশেষে জ্বলল মশাল

প্রতিবেদন : চার গোলে ভুটানের মাটিতে জ্বলল মশাল। পাহাড়ে বিশাল জয়ের রংমশালে ইস্টবেঙ্গলে আগাম দীপাবলি। অস্কার ব্রুজোর হাত ধরেই মরশুমে টানা ৯ ম্যাচ পর প্রথম জয় লাল-হলুদের। অস্কারের ছেড়ে আসা বসুন্ধরাকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন নন্দকুমার, মাদি তালাল, আনোয়ার আলিরা। ৪-০ গোলে জিতে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে খেলার রাস্তা অনেকটাই মসৃণ করল ইস্টবেঙ্গল। চার গোলদাতা দিয়ামানতাকোস, সৌভিক চক্রবর্তী, নন্দ ও আনোয়ার। অজস্র সুযোগ নষ্ট না হলে অস্কারের পুরনো দলের লজ্জা আরও বাড়তে পারত।

আরও পড়ুন-দিনের কবিতা

গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে ৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে লেবাননের নেজমেহ এফসি। দ্বিতীয় সেরা হয়ে নক আউটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল সাউল ক্রেসপোদের। চারটি গোলই প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের গোল-উৎসব শুরু খেলার প্রথম মিনিট থেকেই। থিম্পুর রাতের কনকনে ঠান্ডা, চাংলিমাথাং স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠের চ্যালেঞ্জ সামলে মাত্র ৩৩ সেকেন্ডেই প্রথম গোল তুলে নেয় অস্কারের ইস্টবেঙ্গল। লালচুংনুঙ্গার নিচু ক্রস থেকে বসুন্ধরার রক্ষণের ভুলে হাফ টার্নে গোল করে যান দিয়ামানতাকোস। মিনিট পাঁচেকের মধ্যে আরও দু’টি গোল করে ফেলতে পারতেন নন্দ। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন লাল-হলুদ উইঙ্গার। ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণে তখন দিশাহারা বসুন্ধরা রক্ষণ। ২০ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের ঠিক বাইরে থেকে সৌভিকের দুরন্ত শট জালে জড়িয়ে যায়। তখন শুধুই অসহায় দর্শক বসুন্ধরার গোলকিপার।
শুরুর ভুলের প্রায়শ্চিত্ত করে ২৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান নন্দ। বাঁ-প্রান্ত ধরে উঠে ইনসাইড আউটে বক্সে ঢুকে ডান পায়ের নিচু শটে গোল করেন তিনি। লাল-হলুদ ঝড়ে মিনিট সাতেক পরই চতুর্থ গোল ইস্টবেঙ্গলের। এবার উপরে উঠে দর্শনীয় গোল করেন আনোয়ার। বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ-পায়ের সোয়ার্ভিং শটে গোল করেন তারকা ভারতীয় ডিফেন্ডার।

আরও পড়ুন-বিশ্বভ্রমণ ও বাণিজ্য মানচিত্রে কলকাতা

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা পরিকল্পনা বদলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের দাপট বজায় ছিল। বিরতির পর দিয়ামানতাকোসের জায়গায় ক্লেটনকে নামিয়েছিলেন অস্কার। চোট পাওয়ায় হেক্টর ইয়ুস্তের জায়গায় নামেন মহম্মদ রাকিপ। কিন্তু একপেশে ম্যাচে ইস্টবেঙ্গলের দিনেও ক্লেটনের ব্যর্থতা চোখে পড়ার মতো। একা গোলকিপারকে সামনে পেয়েও বল জালে জড়াতে পারছেন না।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

9 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

18 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

23 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

32 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago