সহজ জয় বাংলাদেশের

সুপার ফোরে শনিবার ছিল প্রথম ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিয়েছিল। দুটো দলই স্পিনের উপর জোর দিয়েছে।

Must read

দুবাই, ২০ সেপ্টেম্বর : জয় দিয়ে সুপার ফোরে যাত্রা শুরু করল বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কাকে তারা ৪ উইকেটে হারিয়েছে। শুরুতেই তানজিদ আমেদকে (০) হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু সইফ হাসান (৬১), লিটন দাস (২৩) ও তৌহিদ হৃদয়ের (৫৮) দাপটে ১ বল বাকি রেখে ম্যাচ জিতে যায় তারা। শেষদিকে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু জেতেন লিটনরাই।

আরও পড়ুন-দিনের কবিতা

সুপার ফোরে শনিবার ছিল প্রথম ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিয়েছিল। দুটো দলই স্পিনের উপর জোর দিয়েছে। যেহেতু দুবাইয়ের উইকেটে বল ঘোরে। আবুধাবিতে আবার সিমাররা কিছুটা সুবিধা পান। তবে এই ম্যাচে সবার নজর ছিল দুনিথ ওয়েলালাগের দিকে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের মধ্যে খবর এসেছিল তাঁর বাবা মারা গিয়েছেন। খেলার পর এই খবর পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি। ফিরে গিয়েছিলেন দেশে। কিন্তু দেশের দায়িত্ব কাঁধে। তাই বাবার কাজ সেরেই ফিরে আসেন দুবাইয়ে। এদিন নেমে পড়েন সুপার ফোরের ম্যাচেও। তবে কোনও উইকেট পাননি।
শ্রীলঙ্কা আগে ব্যাট করে ভালই শুরু করেছিল। ৪৪ রানে তারা প্রথম উইকেট হারায় পাথুম নিশঙ্কাকে। তিনি ২২ রান করেছেন। তবে পরের দুটো উইকেট খুব তাড়াতাড়ি হারিয়েছে শ্রীলঙ্কা। ৫৮ রানে কুশল মেন্ডিস (৩৪) ও ৬৫ রানে ফিরে যান কামিল মিশারা (৫)। দুটি উইকেটই নেন অলরাউন্ডার মেহেদি হাসান। এরপর ১৩.৪ ওভারে ৯৭ রানে যখন কুশল পেরেরা (১৬) আউট হয়ে যান মুস্তাফিজুরের বলে, শ্রীলঙ্কার বড় রানের সম্ভাবনা তখনই খারিজ হয়ে যায়।
শেষপর্যন্ত ২০ ওভারে শ্রীলঙ্কা তোলে ১৬৮/৭। স্লো উইকেটে এই রান একসময় চ্যালেঞ্জিং মনে হলেও বাংলাদেশ অনায়াসে রানটা টপকে গিয়েছে।

Latest article