জাতীয়

ধনকড়ের উত্তরসূরীর খোঁজে ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন

জগদীপ ধনকড়ের উত্তরসূরী কে হবেন তা জানার জন্য আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election)। ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোটা দেশে ভোটাধিকার প্রয়োগ করা যাবে। ওইদিনই নির্বাচনী গণনা হবে এবং তা থেকেই স্পষ্ট হবে যে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন। আগামী ৭ অগাস্ট জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) মনোনয়নের জন্য ধার্য করা হয়েছে ১৪ দিন। অর্থাৎ ২১ অগাস্ট পর্যন্ত এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে। ২২ অগাস্ট মনোনয়নপত্রগুলির যাচাইকরণ হবে এবং ২৫ অগাস্টের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। উল্লেখযোগ্য হল ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ বা ভোটার তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন-সামান্য কমল বাণিজ্যিক গ্যাসের দাম

রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার নিযুক্ত করে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রকের সঙ্গে পরামর্শক্রমে এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ১৯৭৪ সালের বিধি মেনে নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনার প্রক্রিয়া সম্পন্ন করে। যেখানে এক বা একাধিক অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করতে পারে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে দুজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন। রাজ্যসভার সচিবালয়ের যুগ্ম সচিব গরিমা জৈন এবং রাজ্যসভা সচিবালয়ের অধিকর্তা বিজয় কুমার উপরাষ্ট্রপতি নির্বাচন ২০২৫-এর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন।

ভারতের উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড় পদত্যাগ করায় ফের দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন পরিচালনার নিয়মাবলি নির্ধারিত হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন আইন, ১৯৫২ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪ অনুযায়ী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেই উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালিত হবে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

35 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

44 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago