প্রতিবেদন : কলকাতা পুরসভার সঙ্গে হাত মিলিয়ে শহরের প্রথম পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি আনল উত্তর কলকাতার টালা প্রত্যয় (Tala Prattyay)।
আরও পড়ুন-জনস্রোতে জনপ্লাবন
সোমবার মহাসপ্তমীর দুপুরে টালা প্রত্যয়ের মণ্ডপে ‘ইকোজেনিক’ নামে সেই নয়া প্রযুক্তির উদ্বোধন করলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন বরো চেয়ারম্যান তথা টালা প্রত্যয় পুজো কমিটির সভাপতি তরুণ সাহা, পুজোর মেন্টর ধ্রুবজ্যোতি বসু ও গ্রিন-টেক এন্টারপ্রনিয়র-এর তরফে রঞ্জু গোপাল বর্মন। নয়া প্রযুক্তির সাহায্যে পুজোমণ্ডপ ও তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঠিন বর্জ্যকে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় পরিণত করা যাবে। এই কাঠকয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট তৈরির কারখানা, অন্যান্য শিল্পক্ষেত্রে কাজে লাগানো যাবে।