জাতীয়

ভোটমুখী রাজস্থানে সক্রিয় ইডি, তলব গেহলট-পুত্রকে, নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবেদন : ভোট এগিয়ে আসতেই চেনা ছকে ফের রাজ্যে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। মোদি জমানায় কেন্দ্রীয় এজেন্সিগুলির কাজকর্মের এটাই এখন স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। কংগ্রেস শাসিত রাজস্থানে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এবার বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন মামলায় তলব করা হল খোদ মুখ্যমন্ত্রীর পুত্রকে। কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে শুক্রবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয়পুরের ইডি অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন-কাকভোরে সামশেরগঞ্জে ফের ভয়াবহ নদীভাঙন, বিপজ্জনক দশ বাড়ি

ভোটের ঠিক আগে কেন্দ্রীয় এজেন্সির এই অতি তৎপরতায় স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপির প্ররোচনায় এই ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। একই যুক্তিতে ভোটের আগে এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, গেহলট পুত্রকে তলব করা হয়েছে রাজস্থানভিত্তিক হসপিটালিটি গ্রুপ ট্রাইটন হোটেলস অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডে ইডির সাম্প্রতিক অভিযানের প্রেক্ষিতে। ওই প্রতিষ্ঠানের মালিক ভার্ধা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের পরিচালক এবং প্রবর্তক শিবশঙ্কর শর্মা, রতনকান্ত শর্মা এবং অন্যদের জিজ্ঞাসাবাদের পর তলব করা হয়েছে গেহলট পুত্রকে। তবে শুধু মুখ্যমন্ত্রীর পুত্রকেই তলব নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোটাসারার বাড়িতেও তল্লাশি করেছে ইডি। তাদের আর একটি দল যায় নির্দল বিধায়ক ওমপ্রকাশ হুদলার বাড়িতে। ভোটের মুখে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এজেন্সির এই অতি-তৎপরতার তীব্র নিন্দা করেছে বিরোধী শিবির। এই তল্লাশি অভিযান ও পুত্রকে তলব পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন-হামাসের প্রস্তাব সটান উড়িয়ে দিল ইজরায়েল, পণবন্দিদের মুক্তির শর্তে ‘না’

মুখ্যমন্ত্রী গেহলট এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে বলেছেন, বুধবার আমার সরকার মহিলাদের জন্য নানা সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছে। তার পরদিনই প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে ইডি হানা দিয়েছে, ডেকে পাঠিয়েছে আমার পুত্রকে। এই ইস্যুতে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজস্থানে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ছেলেকে তলব ও কংগ্রেস নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। বিজেপি এভাবে মুখ বন্ধ করতে পারবে না। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে রাজনৈতিকভাবে অশোক গেহলটের মোকাবিলা কর। তিনি আমাদের দলের নন। কিন্তু এভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে কেন?

আরও পড়ুন-আলোর বেণুর মূর্ছনায় বোলপুর

উল্লেখ্য, রাজস্থানে গেহলট সরকারের বিরুদ্ধে বিজেপির এবারের নির্বাচনী ইস্যু দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি। যদিও উন্নয়নমূলক প্রকল্পে রাজস্থান কংগ্রেসের প্রশংসা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের ভাল কাজগুলিকে উপেক্ষা করতে পারছে না গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পদ্ম শিবিরও। উল্টে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে চালু হওয়া ভাল প্রকল্পগুলি জারি রাখা হবে। এই অবস্থায় দুর্নীতির নামে এজেন্সির ব্যবহারই একমাত্র লড়াইয়ের অস্ত্র বিজেপির হাতে। ভোটের প্রচারের মধ্যে মুখ্যমন্ত্রীর পুত্রকে ইডির তলব তাই নয়া মাত্রা পেয়েছে।

আরও পড়ুন-ডুয়ার্সে বেড়াতে গিয়ে দলীয় সহকর্মীর খোঁজ নিলেন শতাব্দী

এদিকে, রাজস্থান কংগ্রেস বিধায়ক সচিন পাইলট দলীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অশোক গেহলটের সমর্থনে এগিয়ে এসে ইডির পদক্ষেপের নিন্দা করেছেন। পাইলট এদিন বলেন, বিজেপি এই ধরনের কৌশল দিয়ে কংগ্রেস নেতাদের ভয় দেখাতে পারবে না। রাজ্য কংগ্রেসের সমস্ত নেতা ও কর্মী একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago