ইডি-র আবেদন খারিজ, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

ইডি-র বিশেষ কৌঁসুলি জোহেব হোসেন তদন্ত সংস্থা আইনি প্রতিকার না করা পর্যন্ত আদেশ স্থগিত করার জন্য আর্জি জানায়।

Must read

আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লি মদ নীতির সাথে যুক্ত মানি লন্ডারিং মামলায় জামিন দিয়েছে দিল্লির (Delhi) একটি আদালত। রাউজ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু আদেশটি দিয়েছেন। ইডি-র বিশেষ কৌঁসুলি জোহেব হোসেন তদন্ত সংস্থা আইনি প্রতিকার না করা পর্যন্ত আদেশ স্থগিত করার জন্য আর্জি জানায়। আদালত স্থগিতাদেশের আবেদন নির্দ্বিধায় নাকচ করে দেন। আপ সুপ্রিমো ১ লাখ টাকার জামিন বন্ড পরিশোধ করার পরে শুক্রবার তিহার জেল থেকে বেরিয়ে যাবেন বলেই খবর।

আরও পড়ুন-নাগরিক পরিষেবায় আরও গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

জানা যাচ্ছে, ইডি ৪৮ ঘন্টার জন্য আদেশের উপর স্থগিতাদেশ চাওয়ার পরেও আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের ঠিক আগে ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। মে মাসে, সাধারণ নির্বাচনকে সামনে রেখে সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। ২ জুন ফের তিনি আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন-কাঠগড়ায় কয়েকজন আইনজীবী, আইনি মহলে চাঞ্চল্য

ইডির আইনজীবী এসভি রাজুর দাবি ছিল অভিযুক্ত চনপ্রীত সিং উদ্যোক্তাদের থেকে প্রচুর পরিমাণে টাকা পেয়েছেন। শুধু তাই নয়, তিনি অরবিন্দ কেজরিওয়ালের হোটেলের বিল পরিশোধ করেছেন। তিনি আরও বলেছেন ইডি তদন্ত করছে। তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। যদিও এত কিছুর পরেও আদালত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে।

Latest article