আর্থিক তছরুপের অভিযোগে অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম উইনজ়ো-র প্রতিষ্ঠাতা সৌম সিং রাঠোর এবং পবন নন্দকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেঙ্গালুরুর জ়োনাল অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইডি অফিসাররা।
আরও পড়ুন-উড়ালপুলের রেলিং ভেঙে রেল লাইনে পড়ল ট্রাক, অল্পের জন্য বাঁচল গরিবরথ এক্সপ্রেস
প্রসঙ্গত, চলতি বছর অনলাইন মানি গেমিং নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফে। এর পরে একাধিক গেমিং প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে। অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ার পরে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হত। উইনজ়োর দুই কর্তার বিরুদ্ধে সেই নির্দেশ না মানার অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ইডি-র অভিযোগ সৌম ও পবন গেমারদের ৪৩ কোটি টাকা আটকে রেখেছেন। এই সংস্থার বিরুদ্ধে রিয়েল মানি গেমিংয়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে এমনকি গেমারদের মিসলিড করার অভিযোগ রয়েছে। প্রভিশন অফ দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে গত সপ্তাহে ইডি আধিকারিকরা উইনজ়ো এবং গেমক্রাফ্টের অফিসে হানা দেন।
আরও পড়ুন-তৈরি শূন্যতা বাকি জীবন জুড়ে থাকবে, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকাহত হেমা
উল্লেখ্য, এই জাতীয় সংস্থার বিরুদ্ধে জার্মানি, ব্রাজ়িল, আমেরিকার মতো দেশে ভারত থেকে একাধিক মানি গেমিং পরিচালনার অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। এরপর উইনজ়োর বিভিন্ন সম্পত্তি পিএমএলএ-র অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, ইডি বন্ড, ফিক্সড ডিপোজ়িট এবং মিউচুয়াল ফান্ডে থাকা উইনজ়োর ৫০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সংস্থার বিরুদ্ধে ভারত থেকে বিদেশের বিভিন্ন ব্যাঙ্কে টাকা সরানোর অভিযোগও রয়েছে।

