রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ ইডি। সেখানে দ্রুত শুনানির আবেদন করে দুটি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সোমবার দ্রুত শুনানির আবেদন জানিয়ে একদিকে যেমন ইডি একটি মামলা দায়ের করে, অন্যদিকে ইডি-র তিন আধিকারিক একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রাজ্যের শীর্ষ আধিকারিক থেকে মুখ্যমন্ত্রীকেও যুক্ত করা হয়েছে। সোমবার সকালেই দায়ের হয় দুটি মামলা।
আরও পড়ুন-মোদির আয়ুষ্মান ভারত, নাকাল হচ্ছেন রোগীরা
তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানির দিন পছন্দ হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একদিকে নির্বাচনের আগে কোনওভাবেই যেন তদন্তে বাধা না আসে, তার আবেদন। অন্যদিকে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যেন পদক্ষেপ আগে থেকে কলকাতা পুলিশ না নিতে পারে, তার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে শনিবারই সুপ্রিম কোর্টে ই-মেল মারফৎ মামলার আবেদন জানানো হয়।
আরও পড়ুন-মোদির গুজরাতেই চোরাশিকার মন্দিরে ৩৭টি বাঘছাল, ১৩৩টি নখ-দাঁত
সোমবার সকালে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার তালিকায় ইডি-র দুটি মামলা দেখা যায়। একটি মামলা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি-র তরফে দায়ের হয়। যেখানে তদন্তে বাধা দানের অভিযোগ রয়েছে। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার যাতে তদন্তে আর বাধা দিতে না পারে, তা নিয়ে আবেদন করা হয়। সেই সঙ্গে আইপ্যাকে ইডি বৃহস্পতিবার যে তল্লাশি অভিযান চালিয়েছিল, তাতে বাধা দানে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়। এই মামলায় মুখ্যমন্ত্রীকে যুক্ত করার পাশাপাশি রাজ্যের ডিজিপি, কলকাতার সিপি-র, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের পাশাপাশি একাধিক আইপিএস-কে যুক্ত করা হয়েছে।
অন্য একটি মামলা দায়ের করেন ইডি-র তিন আধিকারিক। ঘটনার দিন তল্লাশিতে যে আধিকারিকরা যুক্ত ছিলেন তাঁরা এই মামলা দায়ের করেছেন, তদন্তে বাধার অভিযোগ তুলে। ইডি আধিকারিকরা যে বাধা পেয়েছেন, তার উল্লেখ রয়েছে এই মামলায়। সেই সঙ্গে কোনও শুনানির আগে মুখ্যমন্ত্রীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে যাতে কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে না পারে, তারও সওয়াল চালাবে ইডি।
এই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। ফলে মামলার শুনানি সুপ্রিম কোর্টে সোমবার শুনানি হলেও তাতে কোনও রায় ঘোষণা বা পদক্ষেপ নেওয়ার আগে রাজ্য সরকারের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…