ইডির আর্জি খারিজ

Must read

প্রতিবেদন : ইডির আর্জি খারিজ করল আদালত। ফলে আপাতত মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha) হেফাজতে পাচ্ছে না ইডি। হেফাজতে না পেলেও তারা জেরা করতে পারবে রাজ্যের কারামন্ত্রীকে। বুধবার এই নির্দেশ দিল আদালত। আপাতত জামিন বহাল রইল কারামন্ত্রীর। আদালতের রায় শুনে কারামন্ত্রী বলেন, জ্ঞানত কোনও অপরাধ করিনি। বিচারব্যবস্থার উপর আমার পুরো আস্থা আছে। আদালত জানিয়েছে, জামিন বহাল থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha)। তাঁকে আগামী দু-দিন জেরা করতে পারবে ইডি। এর জন্য আগামী কাল বৃহস্পতি ও শুক্রবার চন্দ্রনাথ সিনহাকে ইডির দফতরে হাজিরা দিতে হবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের বাংলায় সক্রিয় হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এজেন্সির অপব্যবহার নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। চার বছরের পুরনো মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চাওয়ায় তৃণমূলের অভিযোগেই সিলমোহর পড়ল। এতদিন পর কেন, সবচেয়ে বড় কথা যে মামলায় চার্জশিট হয়ে গিয়েছে, সেই মামলায় একজন অভিযুক্তকে এখন কেন হেফাজতে চাওয়া হচ্ছে? আদালতে এই প্রশ্ন তোলেন চন্দ্রনাথ সিনহার আইনজীবী। শুনানি চলাকালীন তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন খোদ বিচারক। ইডিকে প্রশ্ন করেন, আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন! বয়ান নথিবদ্ধ করার ১১ মাস পরে কেন চার্জশিট দিলেন? কেন এত দিন অপেক্ষা করলেন?

আরও পড়ুন- কালীঘাট ফায়ার স্টেশনের নয়া ভবন উদ্বোধন

Latest article