প্রতিবেদন: বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণ আইন বা ফেমা ভঙ্গ করার অভিযোগে অনলাইন গেমিং সংস্থাগুলির (Online Gaming Companies- ED) বিরুদ্ধে তল্লাশি চালাল ইডি। দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাজুড়ে এই তল্লাশি চলে। সংস্থাগুলির বিরুদ্ধে ৪০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই বিপুল অঙ্কের টাকা তুলে তারা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দিল্লির ১১টি, গুজরাতের ৭টি, মহারাষ্ট্রের ৪টি, মধ্যপ্রদেশের ২টি এবং অন্ধপ্রদেশের একটি জায়গায় তল্লাশি চালানো হয়। অনলাইন গেমিং সংস্থাগুলির ৫৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে ইডি (Online Gaming Companies- ED)। ইডি জানিয়েছে, কুরাকাও, সাইপ্রাস এবং মালটার মতো ছোটো দ্বীপরাষ্ট্রে এই অনলাইন সংস্থাগুলি নথিভুক্ত। ওই সমস্ত অনলাইন গেমিং সংস্থাগুলির সঙ্গে ভারতীয় ব্যাঙ্কের যোগ রয়েছে। এদেশে ভুয়ো ব্যক্তিদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যাঁদের সঙ্গে ওই সংস্থাগুলির এবং অনলাইন গেমের কোনও সম্পর্কই নেই। ইডি আরও জানিয়েছে, এই ধরনের সংস্থা তৈরি করতে ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড ব্যবহার করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার জন্য একাধিক মোবাইল নম্বর ও ফোন ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন-মোদির বিরুদ্ধে প্রতিবাদে সরব পাহাড়