লক্ষ্মণের হাসপাতাল ও বাড়িতে ইডি হানা

এনআরআই কোটায় রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।

Must read

সংবাদদাতা, হলদিয়া : এনআরআই কোটায় রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। তার তদন্ত করছে বর্তমানে ইডি। সেই তদন্তে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই মঙ্গলবার সাতসকালে হলদিয়ার প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের দুয়ারে গিয়ে হাজির হন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কড়া নবান্ন, ১৫৫ ঠিকাদার, ১৯ ইঞ্জিনিয়ারকে শোকজ

সকালে ইডি আধিকারিকরা দুটি দলে ভাগ হয়ে একটি লক্ষ্মণের বাড়িতে যায় এবং ওপর দলটি লক্ষ্মণের মেডিক্যাল কলেজ আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল কলেজে। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকাটি ঘিরে ঘণ্টার পর ঘণ্টা চালায় তল্লাশি। মূলত এনআরআই কোটায় ভর্তিতে কীভাবে দুর্নীতি হয়েছে এবং কোন কোন কলেজের কারা কারা জড়িত রয়েছে সে ব্যাপারে খোঁজ চালায় ইডি। দিনভর হলদিয়া শিল্পাঞ্চলে ইডির তল্লাশিকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। তবে এই ঘটনায় প্রতিক্রিয়া মেলেনি লক্ষ্মণ শেঠের।

Latest article