ভোটমুখী রাজ্যে মোদির আগে ইডি পৌঁছে যায়, তোপ কেসিআর কন্যার

দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় ৯ মার্চ কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)

Must read

প্রতিবেদন : বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নেত্রী কবিতা বৃহস্পতিবার বলেছেন, যেখানে নির্বাচন সেখানে নরেন্দ্র মোদি পৌঁছনোর আগে ইডি পৌঁছে যায়। এতেই বোঝা যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির প্রকৃত উদ্দেশ্য কী। নরেন্দ্র মোদি, অমিত শাহরা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে কার্যত অঘোষিত জরুরি অবস্থা জারি করেছেন। কবিতার দাবি, চলতি বছরের শেষ দিকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। তাই কেন্দ্রীয় সরকার ২০২২ সালের জুন থেকেই রাজ্যে তদন্তকারী সংস্থা পাঠাচ্ছে।

আরও পড়ুন-যে নামে কেন্দ্রের আপত্তি, তাঁকেই বড় দায়িত্ব দিলেন প্রধান বিচারপতি

দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় ৯ মার্চ কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু বিআরএস নেত্রী ইডিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এদিন তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। কারণ তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি আছে। তাই ইডির কাছে ১৬ মার্চ উপস্থিত হওয়ার জন্য সময় চেয়েছেন তিনি। কবিতা আরও বলেছেন, এভাবে সমন জারি করে কেন্দ্রের মোদি সরকার ভয় দেখাতে চাইছে।

আরও পড়ুন-নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ভারত, আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট

বৃহস্পতিবার দিল্লিতে কবিতা সংবাদমাধ্যমকে বলেন, ১৫-১৬ জন বিআরএস মন্ত্রীকে বিভিন্ন মামলায় নিশানা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কেসিআর কন্যা বলেন, মোদিজির কাছে আমার অনুরোধ আপনি জনগণের কাছে গিয়ে বলুন তেলেঙ্গানা ও দেশের জনগণের জন্য কী করেছেন। দেশবাসীর মন জয় করুন, তারপর নির্বাচনে জিতুন। কবিতা এদিন চাঁচাছোলো ভাষায় কেন্দ্রকে আক্রমণ করে বলেন, সরাসরি মানুষের রায়ে না পেরে বিজেপি পেছনের দরজা দিয়ে নয়টি রাজ্যে সরকার গঠন করেছে। কিন্তু বিজেপিকে আমরা তেলঙ্গানায় সেটা করতে দিইনি। তাই গেরুয়া দল আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু আমরা ভয় পাইনি।

Latest article